খেলা-ধূলা
অ্যাসেজের চতুর্থ টেস্টে কোনও রকমে হার বাঁচাল ইংল্যান্ড

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অ্যাসেজ জয় আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রথম তিনটি টেস্টে জিতে ৩-০ তে এগিয়ে ছিল। সুতরাং বাকি দু’টি টেস্ট ছিল ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ রক্ষা করার। পাশাপাশি অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল অ্যাসেজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করা।
এই লক্ষ্যেই সিডনিতে চতুর্থ টেস্টে খেলতে নেমেছিল দুই দল। জয়ের দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত কোনও রকম হার বাঁচাল ইংল্যান্ড। ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৮৮ রান। প্রথম থেকেই মনে হয়েছিল ইংল্যান্ড হার বাঁচানোর চেষ্টা করবে। চতুর্থ দিনের খেলা যখন শেষ হয় তখন ইংল্যান্ড বিনা উইকেটে ৩০ রান তুলেছিল। কিন্তু পঞ্চম দিনের খেলা শুরু হতেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রাউলি এবং টেল এন্ডারদের প্রচেষ্টায় হার বাঁচায় ইংরেজরা। অমীমাংসিত ভাবেই শেষ হয় চতুর্থ টেস্ট।
খেলা যখন শেষ হয় তখন ইংল্যান্ডের রান ৯ উইকেটে ২৭০। স্টুয়ার্ট ব্রড ৩৫ বল খেলে ৮ রানে এবং অ্যান্ডারসন ৬ বল খেলে কোন রান না করে অপরাজিত রয়ে যান। ইংল্যান্ডের পক্ষে জ্যাক ক্রাউলি ৭৭, অধিনায়ক জো রুট ২৪, স্টোকস ৬০, জনি বেয়ারস্টো ৪১ এবং জ্যাক লিচ ২৬ রান করেন। অস্ট্রেলিয়ার বোলাররা জয়ের জন্য ঝাঁপিয়েছিল। কিন্তু এক উইকেটের জন্য জয় অধরাই রয়ে গেল। অস্ট্রেলিয়ার পক্ষে বল্যান্ড ৩টি, প্যাট কামিন্স এবং নাথান লিঁও ২টি করে উইকেট নিয়েছেন। গ্রিন এবং স্মিথ একটি করে উইকেট পেয়েছেন। দুই ইনিংসে সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পান উসমান খোয়াজা।