খেলা-ধূলা
পরপর উইকেট হারিয়ে পঞ্চম টেস্টেও চাপে ইংল্যান্ড

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ ক্রিকেট বিশ্বে আলোচনা চলছে অ্যাসেজ সিরিজ নিয়ে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। কখনও সিরিজ জেতে অস্ট্রেলিয়া আবার কখনও ইংল্যান্ড। এবারের অ্যাসেজ সিরিজ নিয়ে ক্রিকেট অনুরাগীদের উৎসাহ ছিল ব্যাপক।
কিন্তু সবাইকে নিরাশ করে একপেশে হয়ে গেল এবারের অ্যাসেজ সিরিজ। প্রথম তিনটি টেস্টে জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে কোনও রকমে হার বাঁচাতে সক্ষম হয় ইংল্যান্ড। পঞ্চম টেস্টে কিছুটা লড়াই দেবে ইংল্যান্ড এটাই প্রত্যাশা ছিল ক্রিকেট অনুরাগীদের। কিন্তু পঞ্চম টেস্টেও সেই ধারা অব্যাহত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩০৩ রানে অল আউট হয়ে যায়। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার ছিল ৬ উইকেটে ২৪১ রান।
ইংল্যান্ড বোলারদের জন্য ৩০৩ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ইংরেজ বোলারদের মধ্যে ব্রড এবং উড ৩ টি করে উইকেট পান এবং রবিনসন এবং ওক্স ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে ইংল্যান্ড। অল আউট হয়ে যায় মাত্র ১৮৮ রানে। দলের পক্ষে ক্রিস ওক্স সর্বোচ্চ ৩৬ রান করেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৪টি, মিচেল স্টার্ক ৩টি, বলান্ড এবং গ্রিন একটি করে উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের খেলোয়াড়দের ব্যর্থতা অব্যাহত থাকলে এবারের অ্যাসেজ ৪-০ হওয়া শুধু সময়ের অপেক্ষা।