খেলা-ধূলা
বোলারদের দাপটে ম্যাচ জমিয়ে দিল ইংল্যান্ড

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অ্যাসেজের শেষ টেস্টে এসে অবশেষে নিজেদের মেলে ধরল ইংল্যান্ড। সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম তিনটি টেস্টে জিতে ৩-০ তে এগিয়ে। ফলে চতুর্থ এবং পঞ্চম টেস্ট ছিল শুধু মাত্র নিয়ম রক্ষার।
চতুর্থ টেস্ট কোনও রকমে হার এরাতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। এরপর পঞ্চম তথা শেষ টেস্টে কিছুটা নিজেদের মেলে ধরার চেষ্টা করছে ইংরেজরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩০৩ রানে অলআউট হয়ে যায়। ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস ১৮৮ রানেই গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইংল্যান্ডের বোলারদের দাপটে খেই হারিয়ে ফেলে। অল আউট হয়ে যায় মাত্র ১৫৫ রানে।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি। তিনি করেন ৪৯ রান। ইনিংসে দাপট দেখিয়েছেন ইংল্যান্ড বোলাররা। ইংল্যান্ড বোলারদের মধ্যে উড ৬ টি, ব্রড ৩ টি এবং ওক্স ১টি উইকেট পান। উডের দাপটে ম্যাচে ফিরল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুটা খুব ভালো করেছে ইংরেজরা। এই মুহূর্তে দলের রান বিনা উইকেটে ৫০ রান। জয়ের জন্য এখনও দরকার ২২১ রান। হাতে আছে ১০ উইকেট। এখন দেখার, ইংল্যান্ড এই টেস্ট জিতে কিছুটা মুখরক্ষা করতে পারে কিনা।