Elon musk Twitter : টুইটারে ব্লুটিক রাখতে মাসে গুনতে হবে ৮ ডলার সাফ জানালেন এলন মাস্ক
Connect with us

আন্তর্জাতিক

Elon musk Twitter : টুইটারে ব্লুটিক রাখতে মাসে গুনতে হবে ৮ ডলার সাফ জানালেন এলন মাস্ক

Rate this post

ডিজিটাল ডেস্ক : আপনি কি টুইটার ব্যাবহার করেন ? টুইটারে ব্লু টিক (Twitter Blue Tick) রাখতে মাসে মাসে ৮ ডলার খরচ করতে হবে, এলন মাস্কের এই ঘোষণায় হইচই পড়ে গিয়েছে। কোনও কিছু দীর্ঘদিন যে বিনামূল্যে পেতে থাকার পর আচমকা পয়সা দিতে হবে এমনটা শুনলে স্পষ্টতই অস্বস্তি হয়। সে কারণেই টুইটারের নতুন মালিক এলন মাস্কের সোজা এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই। ব্যাবহারকারীদের মধ্যে বেড়ে চলছে বিরক্তি, উষ্মা, ক্ষোভ প্রকাশ। এমন তীব্র আপত্তি জানিয়ে পোস্ট করেছিলেন বেস্টসেলিং লেখক স্টিফেন কিং। তাতে অবশ্য মাস্কের কিছু যায় আসে না ! তাই তিনি বলছেন, ব্লু টিকের স্ট্যাটাস অব্যাহত রাখতে ৮ ডলার গুনতেই হবে। 

বুধবার সকালে টুইটারের নয়া মালিক একটি টুইট করে বলেন, সমস্ত অভিযোগকারীদের বলছি, যত খুশি অভিযোগ করুন, তবে ৮ ডলার দিতেই হবে। প্রসঙ্গত, মালিকানা হাতবদলের পর এলন জানিয়েছিলেন, টুইটারে একাধিক বদল আনতে চান তিনি। ব্লু টিকের জন্য পয়সা যে নেওয়া হবে এটা প্রথম পদক্ষেপ। মাস্ক জানিয়েছেন, এর মাধ্যমে আসলে সাধারণ মানুষের হাতেই ক্ষমতা তুলে দেওয়া হবে তা পরিষ্কার।

এলন আরও জানিয়েছেন, ব্লু টিক অব্যাহত থাকা অ্যাকাউন্ট – এ ভবিষ্যতে নানা ধরনের সুযোগ সুবিধা পাবে। যেমন, রিপ্লাই, মেনশন এবং সার্চে অগ্রাধিকার থাকবে যা স্প্যাম কিংবা স্ক্যামকে পরাজিত করতে অত্যন্ত দরকারী। এছাড়াও ২ মিনিট ৩০ সেকেন্ডের থেকে বড় সাইজের ভিডিয়ো এবং অডিয়ো আপলোড করা যাবে। বিরক্তিকর বিজ্ঞাপনও অনেক কম আসবে ব্লু টিকওয়ালাদের টাইমলাইনে। এলন মাস্ক এটাও জানিয়েছেন, ৮ ডলার যে সব দেশের নাগরিকদের জন্য এমন কিন্তু নয়। ‘পারচেসিং পাওয়ার প্যারিট’ বুঝেই তা ঠিক করা হবে কোন দেশের জন্য হবে এই মূল্য ধারন। প্রসঙ্গত, মাস খানেক আগে থেকেই  গুজব ছড়িয়েছিল মাসে ২০ ডলার চার্জ হবে টুইটার ব্লুটিক রাখতে, তবে তা যে এই পরিণাম আসবে তা অবশ্য কেউ কল্পনা করতে পারে নি ।  

Advertisement
Continue Reading
Advertisement