বাংলার খবর
অব্যাহত দলমার তাণ্ডব, দিশেহারা গ্রামবাসীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়গ্রামে অব্যাহত হাতির তাণ্ডব। শনিবার রাতভর প্রায় ৭৫ টি হাতি ব্যাপক তাণ্ডব চালালো ঝাড়গ্রাম জেলার একাধিক গ্রামে।
ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া, কুণ্ডলডিহি, সিমুলদাঙা, বহড়াসুলি সহ বিভিন্ন গ্রামে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ৭৫ টি হাতির তাণ্ডব চালায়। ঘটনায় ওই গ্রামের বাসিন্দারা একে বারে দিশেহারা হয়ে পড়েন। ওই এলাকাগুলিতে থাকা আম এবং কাঁঠাল গাছগুলিতে থাকা আম এবং কাঁঠাল খেয়ে সাবাড় করে দিয়েছে হাতি। হাতির দল মাঠে সব্জি চাষের জমিতে গিয়ে ব্যাপক ক্ষতি করেছে। কয়েকটি মাটির বাড়ির ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: সিঙ্গুরে গড়ে উঠবে শিল্প হাব: মমতা বন্দ্যোপাধ্যায়
হুলা পার্টির সদস্যরা হাতির দলটিকে রবিবার সকালে জামবনির জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে ফের হাতির দল টি ওই এলাকায় চলে আসবে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
ঘটনাস্থলে রয়েছে বন দফতরের আধিকারিক ও কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে হাতির দলটির গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়েছে। ওই গ্রাম গুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গলে যেতে বারণ করা হয়েছে সকলকে। যেভাবে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: ২ বিজেপি সাংসদের বিরুদ্ধে কল্যাণী থানায় এফআইআর কিন্তু কেন
ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির হামলায় আহত ও প্রাণহানির ঘটনা ঘটছে। তেমনি ফসলের ক্ষতি হচ্ছে। সেই সঙ্গে রাজ্য সড়ক ও জাতীয় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। যার ফলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় আতঙ্কে রয়েছেন জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা।