বাংলার খবর
দলমার দামালদের তাণ্ডব অব্যাহত, হাতির হামলা রুখতে নয়া উদ্যোগ বন বিভাগের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাতির হামলাতে জেরবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বনবিভাগ ৷
মেদিনীপুর শহরে যৌথ বনপরিচালন বিষয়ক সভার আয়োজন করা হয়েছিল ৷ মেদিনীপুর বনবিভাগের উদ্যোগে আয়োজিত সভায় হাজির ছিলেন জঙ্গলমহলের ৫ জেলার বিভিন্ন স্তরের বনকর্মীরা ৷ সেখানে উপস্থিত ছিলেন রাজ্যস্তরের বিভিন্ন বনাধিকারিকদের সঙ্গে বনমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক, ছিলেন বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ বিভিন্ন বিধায়ক, সভাধিপতি , জেলা শাসক আয়েশা রানি, পুলিশ সুপার দিনেশ কুমার সহ বিভিন্ন আধিকারিকরা ৷
আরও পড়ুন: মন্দির সংস্কারে সম্প্রীতির নজির, মুসলিম শিল্পীর তুলির টানে জীবন্ত রূপ পাচ্ছে ৩৫০ বছরের পুরোনো মন্দির
জানা গিয়েছে, এই মুহুর্তে জঙ্গলমহলের বড় সমস্যাগুলির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷ এদিন মন্ত্রী বলেন-” হাতির হামলাতে জেলাগুলিতে প্রভূত ক্ষতি হচ্ছে জানি ৷ তাই এবার এই সমস্ত জেলাগুলিতে হাতির একটি করিডর তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ যার মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে ৷ এর দ্বারা হাতি একদিকে প্রবেশ করবে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে৷ সেই সঙ্গে হাতির জন্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরনেও তৎপরতা বাড়ছে ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য সত্যি যদি হাতির জন্য গ্রীন করিডোর হয় তাহলে অন্তত রক্ষা পাবে গজরাজের দল।”
আরও পড়ুন: Big Breaking: কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়, পুরোনো পদ্ধতিতেই ভর্তি হওয়া যাবে স্নাতক স্তরে
এখনও পর্যন্ত হাতির করিডরের ব্যাপারটি পরিকল্পনার স্তরেই রয়েছে। জঙ্গল মহলের সাধারণ মানুষ থেকে পশুপ্রেমী সকলেই খুশি রাজ্য সরকারের এই নয়া উদ্যোগে।