বাংলার খবর
জলপাইগুড়িতে আবার হাতির মৃতদেহ উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিপন্ন বন্যপ্রাণ। ফের মৃত্যু হল হাতির। বুধবার সাতসকালে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের অন্তর্গত মোগলকাটা রাভা বস্তিতে প্রাপ্তবয়স্ক একটি হাতির মৃতদেহ উদ্ধার হল।
জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা হাতিটির দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। বনদফতর সূত্রের খবর, মৃত হাতিটি পুরুষ এবং সাব অ্যাডাল্ট। খবর ছড়িয়ে পড়তেই মৃত হাতিটিকে দেখতে ভিড় জমিয়েছিল এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে বিদ্যুৎপিষ্ট হয়েই হাতিটির মৃত্যু হতে পারে। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই এই এলাকায় খাবারের খোঁজে ঢুকে পরে হাতির দল। তাই মনে করা হচ্ছে হয়তো ধান খাওয়ার জন্যই হাতিটি ওই এলাকায় চলে আসে এরপর হাতিটির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মোরাঘাট রেঞ্জের গাঁড়কুটা এলাকাতেও একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাই বারবার এভাবে হাতির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। বিন্নাগুড়ি বনবিভাগের রেঞ্জার শুভাশিস রায় জানিয়েছেন,’পরপর হাতির মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আমাদের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এলেই সঠিক মৃত্যুর কারণ জানা যাবে। এইরকম ঘটনা এড়াতে আমরা সব সময় সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছি।’