বাংলার খবর
রাতের অন্ধকারে জলপাইগুড়ি শহরে হাতির হানা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জলপাইগুড়ি জেলায় অনেক বন-জঙ্গল রয়েছে। প্রায়ই খবর পাওয়া যায় জঙ্গল লাগোয়া এলাকায় হাতির তাণ্ডবের কথা। তার ফলে একদিকে যেমন প্রচুর ক্ষয়-ক্ষতি হয়, তেমনি অনেক নিরীহ মানুষের মৃত্যু হয়। আতঙ্কেই থাকতে হয় জলপাইগুড়ির মানুষকে।
ঠিক সেই রকম ভয়ের পরিবেশ তৈরি হল জলপাইগুড়ি শহরে। শনিবার রাতে জলপাইগুড়ি শহরে দাপিয়ে বেড়ালো দু’টো হাতি। শহরে ঘোরাঘুরি করতে করতে সুপার স্পেসালিটি হাসপাতালের দিকে চলে আসে হাতি দু’টি। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে থাকা রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। এরপর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বয়েজ হস্টেলের পেছন দিক দিয়ে গিয়ে করলা নদীর পাশের জঙ্গলে ঢুকে যায়। যদিও কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পাওয়া মাত্র ছুটে আসে বন দফতরের কর্মী এবং আধিকারিকরা। অনেক খোঁজা-খুজি করেও হাতির সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতির খবর পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন জায়গায় নজরদারির পাশাপাশি শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে তিস্তা নদীর পার ধরে ওই হাতি দু’টো শহরে ঢুকে পড়েছিল। খাবারের সন্ধানেই এসেছিল বলে অনুমান করা হচ্ছে।