বাংলার খবর
পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, উত্তরপ্রদেশে ৭ দফায় ভোট, গণনা ১০ মার্চ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারাবিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন এবং করোনা। আক্রান্ত বাড়ছে, পাশাপাশি আতঙ্কও বাড়ছে। সারা বিশ্বের পাশাপাশি ভারতেও করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই মুহূর্তে একদিনে লক্ষাধিক আক্রান্ত হচ্ছে। এদিকে পাঁচ রাজ্যের সরকারের মেয়াদ শেষ হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু করোনা বাড়তে থাকায় নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছিল। তা সত্ত্বেও উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজারের কিছু বেশি। সেখানে ভোট করানো যথেষ্টই চ্যালেঞ্জের নির্বাচন কমিশনের কাছে। করোনা বিধি সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে নির্বাচন কমিশন। গত ডিসেম্বরেই এই পাঁচ রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেছে কমিশনের প্রতিনিধিরা। কমিশনের আধিকারিকরা আইসিএমআর, এইমস, স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন।
বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ভোটকে কেন্দ্র করে বড়সড় জমায়েত যাতে না হয়, সে দিকে নজর দিয়েই নির্বাচন করানোর ভাবনা চিন্তা করছে কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এই পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। পাঁচ রাজ্যে মোট সাত দফায় ভোট হবে। তারমধ্যে শুধু উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ।পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া- এই তিন রাজ্যে ১৪ ফেব্রুয়ারি, এক দফায় নির্বাচন হবে। মণিপুরে দু’দফায় ভোট হবে। প্রথম দফা ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ দ্বিতীয় দফায় ভোট হবে। পাঁচ রাজ্যে ভোটগণনা ১০ মার্চ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এই ৫ রাজ্যে মোট ১৮ কোটি ৩০ লক্ষ ভোটার ভোট দেবেন। ভোটে ১ হাজার ৬২০টি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র থাকছে। করোনা আক্রান্তদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থাও রাখা হচ্ছে। এক লক্ষেরও বেশি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন ৯০০ পর্যবেক্ষক। বাড়ানো হয়েছে নির্বাচনে খরচের ঊর্ধ্বসীমাও। প্রত্যেক দলকে তাদের প্রার্থী সম্পর্কে তথ্য সবিস্তারে দলীয় ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্রার্থীদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে কি না তাও জানাতে হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল চন্দ্র।
এই উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যে সুস্থ ও ঝুঁকিহীন ভাবে ভোট সম্পন্ন করাই কমিশনের একমাত্র লক্ষ্য, তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। সমস্ত কোভিড বিধি মেনেই হবে ভোট। তাই, ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারের উপর বেশি জোর দিতে বলেছে কমিশন। পদযাত্রা, রোড শো, র্যালির উপর নিষেধাজ্ঞা ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে বলেও জানিয়ে দিয়েছে কমিশন।