বাংলার খবর
একুশের ভরাডুবিতেও ২২ ধরে রাখল বিজেপি! ষষ্ঠবার জয়ী মীনাদেবী পুরোহিত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বহু মানুষ অপেক্ষায় ছিলেন আজকে কলকাতা পুরসভার ভোটের রেজাল্ট কী হবে। ছোট লাল বাড়ির দখল থাকবে রাজ্যের শাসক দল তৃণমূলের হাতে, তা নিশ্চিত ছিল। আজ গণনা শুরু হতেই বিরোধীদের পিছনে ফেলে বিপুল ব্যবধানে কলকাতা কর্পোরেশন নিজেদের দখলেই রাখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
কিন্তু তা সত্বেও সবার নজর ছিল ২২ নম্বর ওয়ার্ডের দিকে। এই ওয়ার্ডটি এর আগের ২৫ বছরে বিজেপি ছাড়া অন্য পতাকা উড়তে দেয়নি। বিজেপির জন্য নিরাপদ এই আসন। কারণ এখানে বিজেপি প্রার্থী করেছে বিগত পাঁচ বারের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। তাঁর হাতেই সুরক্ষিত ভেবে তাঁকেই এখানে প্রার্থী করেছিল বিজেপি। ভোটের দিন মীনাদেবীর ওপর আক্রমণ হয়েছিল। শাড়ি ধরে টানাটানির পাশাপাশি ছিঁড়ে দেওয়া হয়েছিল তাঁর ব্লাউজ।
কিন্তু গণনা শুরু হতেই এগিয়ে যেতে থাকেন মীনাদেবী পুরোহিত। এই জয়ের ফলে তিনি এই ওয়ার্ড থেকে টানা ছ’বার জিতলেন। ডবল হ্যাট্রিক করে উচ্ছসিত মীনাদেবী পুরোহিত বলেছেন, ভোটের দিন সন্ত্রাস না হোলে তিনি পাঁচ হাজারের বেশি ভোটে জিততেন। পাশাপাশি তিনি এও বলেছেন, নিরপেক্ষ ভোট হোলে কলকাতা পুরসভা বিজেপি দখল করত। মীনাদেবীর জয়ে স্বাভাবতই খুশি বিজেপি কর্মী, সমর্থকরা।