বাংলার খবর
বাবাকে আগলে মেয়ে একতা, অস্ত্রোপচারের পর কেমন আছেন প্রভাত রায়?

আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন তিনি। চলছে নিয়মিত ডায়ালিসিসও। কিছুদিন আগেই চিকিৎসার পর বাড়ি ফিরেছিলেন, তবে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বুধবার রাতে তাঁর জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন, যদিও এখনও পুরোপুরি সঙ্কট মুক্ত নন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রভাত রায়ের পামক্যাথে (Palmcatheter insertion area) সংক্রমণ ধরা পড়েছে। এই জটিলতা থেকেই অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এ সময় তাঁর একমাত্র কন্যা, ক্রিয়েটিভ ডিজাইনার- একতা ভট্টাচার্য (Ekta Bhattacharjee), ছিলেন হায়দরাবাদে কাজে। তবে বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন তিনি। হঠাৎ পরিস্থিতি খারাপ দেখে প্রতিবেশীদের সাহায্যে বাবাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন একতা।
আরও পড়ুন – অনির্বাণ ভট্টাচার্যকে বয়কট করল টেকনিশিয়ানরা, বাতিল ‘হুলিগানিজম’-এর শ্যুটিং
পরিচালক বর্তমানে হাসপাতালে অবজ়ারভেশনে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর আপাতত কিছুটা স্থিতিশীল হলেও এখনও সম্পূর্ণ আশ্বস্ত হওয়ার সময় আসেনি।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার কিডনির সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এই কঠিন সময়ে একতা সর্বক্ষণ বাবার পাশে থেকে সাহস ও সহানুভূতির প্রতীক হয়ে উঠেছেন।