বাংলার খবর
মোবাইলে আসক্তি, মা বকাবকি করায় অভিমানে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মোবাইলের প্রতি আসক্তি আবারও ডেকে আনল চরম পরিণতি। সব সময় মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকতো। বকাঝকা করে মা হাত থেকে কেড়ে নিয়েছিল মোবাইল। সেই অভিমানেই আত্মঘাতী হল অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড়ের চালতাবেড়িয়া এলাকার গোয়ালবাড়িতে। মৃত ওই ছাত্রীর নাম রিমি ঘোষ। মৃত ওই ছাত্রীর পরিবারের দাবি, করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাসের জন্যই মোবাইলের প্রতি আসক্তি বেড়েছিল মেয়ের। সেই আসক্তি কমাতে মাঝেমধ্যেই বকাঝকা করা হতো। সেই মতো এবারও বকাঝকা করে তার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল ফোন। সেই কারণেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয়, তার জন্য অবিলম্বে স্কুল খোলার আবেদন জানিয়েছে মৃত ছাত্রীর পরিবার, প্রতিবেশীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন দেখছিল ভোজেরহাট সারদা বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী রিমা। তার মা বারবার ফোন রেখে পড়তে বসার কথা বলে। কিন্তু মায়ের কথা কানেই তোলেনি ওই ছাত্রী। শেষে তার মা বকাবকি করায় নিজের ঘরে চলে যায় রিমা। এরপর রাতে খাবার জন্য তাকে ঘরে ডাকতে গিয়ে রিমাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার মা। তারপরই খবর দেওয়া হয় কাশিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এবং ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় জিরানগাছা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার সকালে ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।