বাংলার খবর
ভিড়ের সুযোগে মন্দিরে চুরির ছক, চোর সন্দেহে গণধোলাই ৮ যুবককে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রঙ খেলার সুযোগ নিয়ে মন্দির থেকে চুরির চেষ্টা। চোর সন্দেহে আটজন যুবককে গণধোলাই গ্রামবাসীদের। পরে অভিযুক্তদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দাশপুর থানার জয়রামচকের মহাপ্রভুর মন্দিরে প্রতি পূর্ণিমাতে নিত্য পুজো হয়। সেই উপলক্ষ্যে পুজো দিতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমান দূরদূরান্ত থেকে আসা হাজার-হাজার ভক্তরা। এদিনও দোল পূর্ণিমা উপলক্ষ্যে মন্দিরে পুজো দিতে এসেছিলেন প্রচুর ভক্ত।
সূত্রের খবর, মন্দিরের এই ভিড়ের সুযোগকে কাজে লাগিয়েই অসামাজিক কাজকর্ম সফল হতে চেয়েছিল বেশ কিছু মানুষ। শুক্রবার হোলির দিনে এমনই কিছু ছক কষেছিল অপরিচিত দুজন পুরুষ ও ৬ জন মহিলার একটি গ্যাং। সূত্র মারফত জানা গিয়েছে, ওই ছয় জন মহিলার মধ্যে একজন মহিলা এলাকার কোনও এক মানুষকে মন্দির ঠিক কোন সময়টায় বেশি ভিড় হয় সেই সময়টা জিজ্ঞেস করছিল সেই সময় সন্দেহ হয় তাদের। এরপরই বেশ কয়েকজন মানুষ আটক করেন তাদের।
আরও পড়ুন: World Sleep Day: অফিসের কাজের চাপে অনিদ্রায় ভুগছেন ৬৫ শতাংশ ভারতীয়, দাবি সমীক্ষায়
প্রথমে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে বিভিন্ন রকম জায়গার নাম বলতে থাকে তারা। এরপর তাদের পরিচয় পত্র চাওয়া হলে কোনও কিছুই দেখাতে পারেনি তারা। এতেই এলাকাবাসীর সন্দেহ আরও জোরালো হয়। এরপরেই ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়েন ওই আট জন। অভিযোগ চোর সন্দেহে গণধোলাই দেওয়া হয় অভিযুক্তদের। জিজ্ঞাসাবাদ করলে বেশকিছু অসঙ্গতিপূর্ণ উত্তর দেয় অভিযুক্তরা।
আরও পড়ুন: উপনির্বাচনে প্রকাশিত হল BJP-এর প্রার্থী তালিকা! আসানসোলে অগ্নিমিত্রা, বালিগঞ্জে কেয়া
বিষয়টি দাশপুর থানায় জানানো হলে দাশপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে নিয়ে যান। রঙ খেলার দিনে এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় গোটা এলাকাজুড়ে। প্রসঙ্গত, কিছুদিন আগেই নিমতলা মহাপ্রভু মন্দিরের নবকুঞ্জ অনুষ্ঠানের সময় বহু মানুষের গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। ফলে হোলির দিনে আগাম সতর্কতা অবলম্বন করায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন মন্দির কমিটি।