বাংলার খবর
পার্থ-পরেশের বাড়ি-সহ ১৩ জায়গায় অভিযান ইডির!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার সাত সকালেই চমক। এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হল ইডি। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নয়, এদিন রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে ইডি। তিনি হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। অন্যদিকে, শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও হানা দেয় ইডি। তবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বাড়িতে নেই।
জানা গিয়েছে, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছায় ইডি। সঙ্গে রয়েছে সিআরপিএফের জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে শিল্পমন্ত্রীর বাড়ি। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছেছে ইডির টিম। তবে শুধু রাজ্যের এই দুই মন্ত্রী নয় সবমিলিয়ে রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তবে পার্থের বাড়িতে যে ইডি আসবে, সে বিষয়ে পুলিশের কাছে আগাম তথ্য ছিল না। খবর পেয়ে পার্থের বাড়িতে আসেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা। দুটি গাড়িতে সাত থেকে আটজন ইডির আধিকারিক পার্থের বাড়িতে আসেন। জানা গিয়েছে, উপদেষ্টা কমিটির সদস্যের বাড়ি-সহ মোট ১৩ টি জায়গায় ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকেও। তবে বিষয়টি নিয়ে আপাতত মুখ খোলেননি পার্থ বা পরেশ বা উপদেষ্টা কমিটির সদস্যরাও।