খেলা-ধূলা
দর্শকশূন্য ইডেনেই হবে টি-টোয়েন্টি সিরিজ! জানিয়ে দিলেন সৌরভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আহমেদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের সিরিজ যে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে, তা আগেই জানা গিয়েছিল। এবার ইডেনেও দর্শকশূন্য ভাবে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শুক্রবার নিজেই এই কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে খেলা করার অনুমতি দিলেও ক্রিকেটারদের শারীরিক নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করতে বিসিসিআই রাজি নয়। সেই কারণেই ইডেনে দর্শকশূন্য গ্যালারিতেই খেলা হবে বলে জানিয়েছেন সৌরভ। ইতিমধ্যেই ভারতীয় দলের চার ক্রিকেটার ও তিন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাই আর নতুন করে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। সৌরভ বলেছেন, ‘ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সিএবি আধিকারিক এবং স্বীকৃত সংস্থার প্রতিনিধিদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে। দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের শারীরিক নিরাপত্তার সঙ্গে কোনোরকম আপস করতে আমরা পারব না।
লাইফমেম্বার এবং সহযোগী সদস্যদের জন্য গ্যালারিতে যে নির্দিষ্ট আসন রয়েছে, সেখানেও কোনও টিকিট দেওয়া হবে না। পশ্চিমবঙ্গ সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ করার ছাড়পত্র আমাদের দিয়েছে। কিন্তু বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না।’ উল্লেখ্য গত ৩১ জানুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে জারি থাকা করোনার বিধি-নিষেধে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ঘোষণা করতে গিয়ে নিজে জানিয়েছিলেন যেহেতু কলকাতায় ক্রিকেট ম্যাচ রয়েছে তাই ৭৫ শতাংশ দর্শক নিয়ে খেলাধুলা করা যাবে। তাতে রাজ্যের ক্রিকেটপ্রেমীদের মুখে কিছুটা হাসি ফিরে ছিল। বিরাট, রোহিত শর্মাদের জন্য ইডেনের গ্যালারি থেকে গর্জনের আশায় বুক বাঁধছিল শহরের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই আশায় শুক্রবার জল ঢেলে দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সিএবি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই রকম কোনও নির্দেশ এখনও বিসিসিআই-এর কাছ থেকে তাদের হাতে এসে পৌঁছয়নি।