বাংলার খবর
কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে ডেকে পাঠাল ইডি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়লা পাচারের তদন্তে ফের সক্রিয় ইডি। আবার মন্ত্রী মলয় ঘটককে আগামি ৮ ফেব্রুয়ারি ইডি’র দিল্লির দপরে ডেকে পাঠানো হল। কয়লা পাচার নিয়ে গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।
কয়লা পাচারের তদন্তে নাম উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু নির্বাচনের আগে দেখা করেননি অভিষেক। যদিও নির্বাচনের পরে ডেকে পাঠালে অভিষেক জেরার সম্মুখীন হয়েছিলেন। এ ছাড়া কয়লা পাচারের তদন্তে নেমে অভিষেকের আপ্ত সহায়ক লালাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।
এবার তদন্তের জন্য মলয় ঘটককে ডেকে পাঠাল ইডি। এর আগেও মলয় ঘটককে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি করোনার অজুহাত দেখিয়ে দেখা করেননি। কিন্তু এবারও আগামী ৮ তারিখে সশরীরে দেখা করতে বলেছে ইডি। সূত্রের খবর, এবার কয়লা পাচারের তদন্তে আর ঢিলেমি দিতে চায় না ইডি। এখন দেখার, মলয় ঘটক এবারও দেখা করেন, নাকি আইনজীবী মারফৎ সময় চেয়ে নেন।