বাংলার খবর
বাজারে গিয়ে সবজির দরে হাত পুড়ছে জনতার, পরিস্থিতি খতিয়ে দেখতে ED-এর হানা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিদিনই হু-হু করে বাড়ছে শাকসবজি থেকে শুরু করে মাছ,মাংস সবকিছুর দাম। এই অবস্থায় বাজারে গিয়ে সব্জি-ফলের দামের ছেঁকায় হাত পুড়ছে সাধারণ মানুষের। পরিস্থিতি খতিয়ে দেখতে বাজারগুলিতে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান। সকাল থেকে বাঁকুড়া শহরের সবজি ও ফলের বাজরে অভিযানে নামল রাজ্য ও জেলার ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বাঁকুড়া শহরের দশের বাঁধ সবজি বাজারে প্রথমে হানা দেয় প্রতিনিধি দলটি।
সেখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা চাষিদের কাছ থেকে বিভিন্ন সবজির দাম জেনে নেন ওই কর্তারা। শুধু তাই নয়, শাক সবজি সমস্তকিছুর দামগুলি খাতায় লিপিবদ্ধও করেন আধিকারিকরা। এরপরে পাইকারি দোকানে গিয়ে সবজির পাইকারি দর জানার চেষ্টা করেন প্রতিনিধি দলটি। কৃষকের কাছ থেকে কেনা ও ব্যবসায়ীদের বিক্রি দামের কতটা ফারাক রয়েছে তাও খতিয়ে দেখেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধি দলের সদস্যরা। বেশ কিছু সবজির দামে কৃষক পাচ্ছে একদাম আর ব্যবসায়ী বিক্রি করছে অনেকটা বেশী দামে তাও নজরে আসে আধিকারিকদের। সেইসব ব্যবসায়ীদের সতর্ক করে দেন আধিকারিকরা। দাম নিয়ন্ত্রনে না রাখলে তাদের বিরুদ্ধে আইন মূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান আধিকারিকরা।
আরও পড়ুন: চাহিদার অভাব, কালের নিয়মে হারাতে বসেছে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি
এদিন দশের বাঁধে বেশ কিছু কৃষক আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দেন। দিন দিন তেলের দাম বাড়ছে, বাড়ছে সার ও কীটনাশক ঔষুধের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সেই দিকে কোনও নজর নেই সরকার বা প্রশাসনিক আধিকারিকদের। আগে সেই দিকে নজর দেওয়ার প্রয়োজন বলে দাবি করেন বেশ কিছু কৃষক। সবজির বাজার দর দেখার পর কলেজ রোডে ফলের বাজারে হানা দিয়ে ফলের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা। ফল ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা বেশ কিছু ক্রেতার সঙ্গেও কথা বলেন তাঁরা।
আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় পুলিশের কনস্টেবল
শুধু তাই নয়, ফলব্যবসায়ীদের সতর্ক করে ফলের দাম নিয়ন্ত্রণে রাখার কড়া বার্তা দেন আধিকারিকরা। রাজ্য ও বাঁকুড়া জেলার ইনফোর্সমেন্টের ব্রাঞ্চের প্রতিনিধি দলটি বাঁকুড়া জেলার বিভিন্ন বাজারে খতিয়ে দেখবেন জিনিস পত্রের দাম। আধকারিকদের দাবি, জেলার বিভিন্ন বাজার ঘুরে জিনিস পত্রের বাজার দর দেখে সেই রিপোর্ট সরকারকে জানানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।