সোনিয়াকে দু'ঘণ্টা জেরা ইডি-এর, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের
Connect with us

দেশের খবর

সোনিয়াকে দু’ঘণ্টা জেরা ইডি-এর, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তহবিল তছরুপের অভিযোগে ন্যাশনাল হেরাল্ড মামলায় বৃহস্পতিবার প্রায় ২ ঘন্টা ধরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন সোনিয়ার বয়ানও রেকর্ড করা হয়। আগামী ২৫ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য আবারও তাঁকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ইডি-এর দিল্লির অফিসে পৌঁছন সোনিয়া গান্ধী। প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দুপুর দু’টো নাগাদ ইডির অফিস থেকে বেরিয়ে যান তিনি।

রাহুল গান্ধীর পাশাপাশি ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার তলব করেছিল ইডি। কিন্তু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ইডি-এর মুখোমুখি হতে পারেননি তিনি। ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন সোনিয়া গান্ধীকে প্রায় ৫০টি প্রশ্ন করা হয়। সোনিয়া গান্ধী অসুস্থ থাকায় প্রিয়াঙ্কা গান্ধীকেও ইডি-এর দফতরে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। সোনিয়া গান্ধীর কোনও শারীরিক সমস্যা হলে, যাতে তিনি মাকে ওষুধ দিতে পারেন, সেই জন্যই প্রিয়াঙ্কাকে থাকার অনুমতি দেয় ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের সময় মায়ের কাছে থাকতে দেওয়া হয়নি প্রিয়াঙ্কাকে। তাঁকে অন্য ঘরে বসিয়ে রাখা হয়েছিল বলেই জানা গিয়েছে।

সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে এদিন ইডির দফরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। গোটা দেশজুড়ে বিক্ষোভ দেখান তারা। দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী কংগ্রেস কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। গ্রেফতার করা হয় পবন খেরা, পি চিদম্বরম, জয়রাম রমেশ, অশোক গেহলট, শচীন পাইলট, শশী থারুর-সহ বেশ কয়েকজন কংগ্রেস শীর্ষ নেতাকে। গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে কংগ্রেস।

Advertisement

সোনিয়াকে ইডির তলবের আঁচ এসে পড়েছে লোকসভাতেও। এদিন অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে বৈঠক করেন বিরোধী সাংসদরা। সোনিয়াকে ইডির তলবের প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিক্ষোভ দেখানো হয় লোকসভায়ও। বিক্ষোভের জেরে বেশ কয়েকবার মুলতুবি করে দিতে হয় অধিবেশন। বিরোধীদের কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হেনস্থা করার অভিযোগ তুলেথে বিরোধী দলগুলি। রাজনৈতিক প্রতিহিংসারও অভিযোগ তুলেছেন তাঁরা। প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ওয়েলে নেমে স্লোগান দিতেও দেখা যায় বিরোধী সাংসদদের। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষই।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.