দেশের খবর
আফগানিস্তানে ভূমিকম্পে ভাঙল ৭০০-এর বেশি বাড়ি, মৃত ২৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আতঙ্ক ও সন্ত্রাসে জর্জরিত আফগানিস্তানের ওপর নেমে এল আবার ভয়ানক আঘাত। এবার আছড়ে পড়ল ভূমিকম্প। গত কয়েকমাস আগে আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হয়েছে। তার পর থেকেই একের পর এক হিংসার ঘটনা সামনে আসতে শুরু করে।
সারা দেশ জুড়ে জারি করা হয় তালিবানি ফতোয়া। দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আফগানিস্তানে খাদ্য সংকট প্রকট হয়ে ওঠে। কোন ভাবে স্বাভাবিক ছন্দে ফিরতে না ফিরতেই আরও এক সংকট। এবার আঘাত করল ভূমিকম্প। আফগানিস্তানে এই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছে ২৬ জনের। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্প হয়েছে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ভূমিকম্পের জেরে ৭০০-রও বেশি বাড়ি ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে ৫ মহিলা ও ৪ শিশুও রয়েছে। গুরুতর জখম হয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।