সেলেব্রেটি
দ্বীপ নারায়ণ চক্রবর্তী – বয়স, উচ্চতা, গার্লফ্রেন্ড, জীবনী ও অন্যান্য বিষয়
দ্বীপ নারায়ণ চক্রবর্তী (In English – Dwip Narayan Chakraborty) হলেন একজন তরুণ উদ্যোক্তা এবং সাংবাদিক।

জীবনী
দ্বীপ নারায়ণ চক্রবর্তী (In English – Dwip Narayan Chakraborty) হলেন একজন তরুণ উদ্যোক্তা এবং সাংবাদিক। ১৯৯৫ সালের ১৫ ই এপ্রিল তিনি পশ্চিমবঙ্গের এর একটি ছোট শহর রায়গঞ্জে জন্ম গ্রহণ করেন। প্রথমে সুভাষগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং পরে রায়গঞ্জ সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয় পড়াশোনা করেন।
শারীরিক চেহারা
উচ্চতা (আনুমানিক) : ৫ ফুট ১০ ইঞ্চি
ওজন (আনুমানিক) : ৭৫ কেজি
শারীরিক গঠন : বুক – ৪২”, কোমর – ৩৪”, বাহু – ১৩”
চোখের রং: কালো
চুলের রং : কালো
জাতি ও পরিবার
দ্বীপ নারায়ণ চক্রবর্তীর পিতার নাম দিবাকর চক্রবর্তী এবং মায়ের নাম কল্পনা চক্রবর্তী, তার বোনের নাম কলি চক্রবর্তী । দ্বীপ নারায়ণ হিন্দু ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহণ করেন।
কর্ম জীবন
২০১৬ সাল থেকে দ্বীপ নারায়ণ চক্রবর্তী কর্মজীবনে সঠিক ভাবে পা রাখেন তার গ্র্যাজুয়েশন এর এক বছর আগে থেকে। তিনি শুরুতে একজন কম্পিউটার সারাইয়ের কাজ করতেন এবং পরে আইটি টেক (iT-Tech) নামের একটি সংস্থা শুরু করেন। এরপর ডিজিটাল মারকেটিং এর কাজ থেকে শুরু করে অয়েব ডিজাইন এবং এন্ড্রোয়েড ডেভ্লোপিং এর কাজ করেন। বর্তমানে তিনি এবং তার ব্যাবসায়ী পার্টনার পরমা মজুমদারের সঙ্গে নিয়ারবাইমেড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (NearbyMade International PVT. LTD) নামের একটি কোম্পানী প্রতিষ্ঠা করেন। যার অধীনে দুইটি ডিজিটাল সংবাদ সংস্থা (দেশের বার্তা, বেঙ্গল এক্সপ্রেস) ও একটি ফুড ডেলিভারি সংস্থা এবং একটি ই-কমার্স সংস্থা রয়েছে ।
