কবে বিয়ে করছেন! জানিয়ে দিলেন দেশের একমাত্র সমকামী অ্যাথলিট দ্যূতি চান্দ
Connect with us

খেলা-ধূলা

কবে বিয়ে করছেন! জানিয়ে দিলেন দেশের একমাত্র সমকামী অ্যাথলিট দ্যূতি চান্দ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিনিই হলেন ভারতের প্রথম এবং একমাত্র সমকামী অ্যাথলিট। তিন বছর আগে তিনি নিজেই নিজেকে সমকামী বলে ঘোষণা করেছিলেন। সেই বিতর্কের দাবানল ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। তারপর ট্র্যাকের বাইরেও নতুন লড়াই শুরু হয়েছে। এবার দেশের অন্যতম সেরা অ্যাথলিট দ্যূতি চান্দ জানিয়ে দিলেন, কবে তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দেশে এখনও সমকামী বিয়ে আইন-স্বীকৃত নয়। তাই খুব ভালো করেই জানেন বিয়ের সংশাপত্র পাবেন না। কিন্তু, গত ডিসেম্বরে হায়দরাবাদে এবং গত সপ্তাহেই সমকামী বিয়ের সাক্ষী থেকেছে কলকাতা। আর এগুলো দেখেই দ্যূতি ঠিক করে ফেলেছেন, ২০২৪ সালে অলিম্পিক্সের পরই তিনি বিয়ে করবেন।

দ্যূতি বলেছেন, ‘আমার আশপাশের মহিলারা এখন আমায় সমর্থন করে। এখন আমার আর এইসব নিয়ে কোনও সমস্যা হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হয়েছে। অনেকে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে। কিন্তু, বাস্তব জীবনে যখন আমি বাইরে বেরোই, তখন আমাকে সেইরকম কোনও মন্তব্য কেউ করে না। উল্টে তখন আমাকে সকলে জিজ্ঞাসা করে, আমি কবে আমার পার্টনারকে বিয়ে করছি।’

তারপরই দ্যূতি বলেন, ‘আমার সম্পর্কটাকে পাকাপাকি (বিয়ে) করার একটা পরিকল্পনা আছে। কিন্তু আমি এখনও খেলার মধ্যে আছি। বেশির ভাগ সময় বাড়িতেই থাকি না। হয় প্রস্তুতি শিবিরে থাকি, না হলে প্রতিযোগিতার জন্য বাইরে থাকি। তাই আমার সঙ্গিনীকে বলেই দিয়েছি, আমরা আমাদের সম্পর্কটাকে বজায় রাখব। এবং ২০২৪ সালের অলিম্পিক্সের পরে জীবনে আমরা কী করতে চাই, তা নিয়ে ভাবনা চিন্তা করব। ওর বয়স মাত্র ২২ বছর, আমার ২৬। আরও দু’-তিন বছর ভালো করে খেলাধুলো করি। তারপর দেখা যাবে।’

Advertisement

ভারতে তো সমকামী বিবাহ আইন স্বীকৃত নয়। সে ক্ষেত্রে কি বিদেশে ঘর বাঁধবেন? এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপোজয়ী অ্যাথলিট জানিয়ে দিয়েছেন, ‘সেই নিয়ে এখনও কিছু ভাবিনি। প্যারিস অলিম্পিক্সের পর এইসব নিয়ে ভাববো। আমার সঙ্গিনীর উপরও অনেক কিছু নির্ভর করছে। দু’বছর পরে ও কী চায়, সেটাও দেখতে হবে।’

বিবাহের স্বীকৃতি না পাওয়া নিয়ে বিশেষ চিন্তিত নন দ্যূতি। তাঁর বক্তব্য, ‘যখন আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম তখন উনি আমাকে বলেছেন, কোর্ট ম্যারেজ করতে পারব না। কিন্তু আমাদের গ্রামের মন্দিরে আমরা বিয়ে করতেই পারি। কিন্তু আদালত থেকে ম্যারেজ সার্টিফিকেট পাব না। কারণ এই বিষয়টা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু দুই পরিবারের সম্মতি থাকলে এই বিয়ে হতেই পারে।’

বিয়ের আগে আপাতত দ্যূতির লক্ষ্য এই বছরের বার্মিংহাম কমনওয়েলথ গেমস। ৪×১০০ মিটার রিলেতে নামছেন ওড়িশার দ্যূতি। ওই ইভেন্টে ভারতীয় দলে দ্যূতি ছাড়াও রয়েছেন শ্রাবণী নন্দ, হিমা দাস, ধনলক্ষ্মী শেখর, এমভি জিলনা এবং এমএস সিমি। এই প্রসঙ্গে দ্যূতি বলেছেন, ‘সম্প্রতি আন্ত রাজ্য চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফাইনালে হিমা ১১.৪৩ সেকেন্ড সময় করেছে। হিট ও সেমিফাইনালে শ্রাবণী ১১.৫৩ সেকেন্ড এবং আমি ১১.৪০ সেকেন্ড সময় করেছি। গত ফেব্রুয়ারি, মার্চে ধনলক্ষ্মী তুরস্কতে ১১.২৬ সেকেন্ড সময় করেছে। আশা করছি আমরা ৪২.৯০ সময় করতে পারব। তাতে আমাদের পদক জয়ের একটা সম্ভাবনা থাকবে।’

Advertisement