খেলা-ধূলা
আইপিএল নিলাম চলাকালীন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন নিলামকারী এডমিডেস!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আইপিএলের মেগা নিলামের মাঝেই দুর্ঘটনা। শনিবার দুপুর বারোটায় বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে নিলাম শুরু হয়। আইপিএল নিলাম চলাকালীন হঠাৎই সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎই দাঁড়িয়ে থাকা অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল।
যদিও আইপিএল-এর তরফে জানানো হয়েছে হিউ এই মুহূর্তে সুস্থ আছেন। ওই দৃশ্য দেখে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির মালিক, মেন্টররা হতবাক হয়ে যান। গৌতম গম্ভীর থেকে শাহরুখপুত্র আরিয়ান খান, জাহির খান থেকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সবাই হাজির ছিলেন আইপিএল-১৫র মেগা নিলামে। কিন্তু এমন পরিস্থিতি হতে পারে তা কেউই কল্পনা করতে পারেননি। আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ৩ লাখেরও বেশি জিনিস বিক্রি হয়েছে তাঁর হাত দিয়ে। ২০১৮ সালে জয়পুরে প্রথমবার আইপিএল-এর নিলাম করেন তিনি।