বাংলার খবর
বদলে গেল নাম, লতার নামেই হচ্ছে শিল্পনগরীর রাস্তা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার লেনিন সরণির নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিল তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভা। দুর্গাপুরের জওহরলাল নেহরু সরণি এবং বিধান রায় সরণির সঙ্গে সংযোগকারী আড়াই কিলোমিটার দীর্ঘ লেনিন সরণির নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। রাস্তার নামকরণ হবে প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে। তবে এতদিনের ঐতিহ্যবাহী একটি রাস্তার নাম আমূলে বদলে ফেলার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন বাম নেতৃত্ব।
আরও পড়ুন: কিমের দেশে করোনার থাবা, লকডাউনে অবরুদ্ধ উত্তর কোরিয়া
উল্লেখ্য, সোভিয়েত দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই বাংলার আরও কিছু জায়গার মতো দুর্গাপুরেও একটি রাস্তার নাম রাখা হয়েছিল রুশ বিপ্লবের নায়ক লেনিনের নামে। দুর্গাপুরের জওহরলাল নেহরু সরণি এবং বিধান রায় সরণির সঙ্গে সংযোগকারী আড়াই কিলোমিটার দীর্ঘ সেই রাস্তাটির নাম এ বার বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। ওই রাস্তার নামকরণ হবে প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে।
এ প্রসঙ্গে দুর্গাপুরের সিপিআই(এম) নেতা পঙ্কজ সরকারের বক্তব্য, ‘বামফ্রন্ট সরকার দুর্গাপুরে লেনিনের রাস্তার নামকরণ করেনি। প্রফুল্লচন্দ্র ঘোষ যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সম্ভবত ওই রাস্তার নামকরণ হয়েছিল। বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে রাস্তাটি সাজানো হয়েছে। রাস্তাটি চওড়াও করা হয়েছে। তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই রাস্তা ভেঙেচুরে গিয়েছে। আগে ওরা রাস্তা বানাক। তার পর নামকরণ করা নিয়ে চিন্তা করুক। ওই রাস্তার নয়া নামকরণ আমরা হতে দেব না। রাস্তায় নেমে আন্দোলন করব।’
যদিও বামেদের এই প্রতিবাদকে কার্যত গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। তীব্র কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গেছে, রাস্তাটির সংস্কারের জন্য প্রায় ২৮ কোটি টাকা খরচ করবে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ।