বাংলার খবর
ইউনেস্কো’র হেরিটেজ তকমা পেল দুর্গাপুজো! মোদি-মমতার টুইট, অমিত শাহকে কটাক্ষ অভিষেকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাঙালিদের জন্য গর্বের দিন। এবার ইউনেস্কো’র স্বীকৃতি পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইউনেস্কো’র ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে বাঙালির দুর্গাপুজো। ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬ তম অধিবেশন।
সেই অধিবেশনেই ‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হয়েছে। এর আগে ২০১৭ সালে শেষবার এই স্বীকৃতি পেয়েছিল কুম্ভ মেলা। তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালে যোগচর্চা এই স্বীকৃতি পেয়েছিল। ২০১৪ সালে পঞ্জাবের ঐতিহ্যবাহী পিতল এবং তামার শিল্প সাংস্কৃতিক হেরিটেজের তকমা পেয়েছিল। ২০১৩ সালে মণিপুরের কীর্তন গানকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো৷ তার আগে ২০১০ সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছৌ লোকনৃত্য এই স্বীকৃতি পেয়েছিল। গত সেপ্টেম্বরে কলকাতার শারদোৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে আবেদন করা হয়েছিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেই আবেদনকে মূল্যায়ন ও বিচার করেই পশ্চিমবঙ্গের দুর্গা পুজোকে ‘হেরিটেজ’ তকমা দিয়েছে। দুর্গাপুজোর এই স্বীকৃতি পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, ‘এই স্বীকৃতি প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের ও আনন্দের। দুর্গাপুজো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সেরা দিকগুলিকে আলোকিত করে। সকলের কলকাতার দুর্গাপুজো দেখার অভিজ্ঞতা অর্জন করা অবশ্যই উচিৎ।
’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছেন, ‘বাংলার জন্য গর্বের মুহূর্ত। বিশ্ব জুড়ে বাঙালিদের কাছে দুর্গাপুজো উৎসবের চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা আবেগ, যা সকলকে সঙ্ঘবদ্ধ করে। আর দুর্গাপুজো এখন ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় স্থান পেয়েছে। আমাদের আনন্দের সীমা নেই।’ দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়া নিয়ে টুইট করে বিজেপি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটের আগেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বাংলায় তৃণমূলের সরকার দুর্গাপুজো করতে দেয় না।
ইউনেস্কোর এই হেরিটেজের তকমাকে হাতিয়ার করেই এবার বিজেপিকে এই ইস্যুতে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইট করে লিখেছেন, ‘অমিত শাহ এবং বিজেপির সেই সমস্ত শীর্ষ নেতাদের জন্য দু’মিনিটের নীরবতা, যাঁরা ভোটের আগে রাজনৈতিক সফরে এসে হাস্যকর ভাবে দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন করা হয় না। আপনাদের ধর্মান্ধতা এবং মিথ্যাচার আবার ধরা পড়ল। স্বরূপ উন্মোচিত হল।’