বাংলার খবর
জাতীয় মানবাধিকার কমিশনের সচিবের পরিচয়ে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ ডানকুনিতে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশনের নামে স্বেচ্ছাসেবী অফিস তৈরি করে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল ডানকুনির রবীন্দ্র নগর এলাকার বাসিন্দা দেবমাল্য সেনগুপ্তর বিরুদ্ধে।
বৃহস্পতিবার জনা কুড়ি চাকরি প্রার্থী যুবক তাঁর বাড়িতে গিয়ে টাকা ফেরত চায়। চাকরি প্রার্থীদের অভিযোগ, দেবমাল্য সেনগুপ্ত নিজেকে হিউম্যান রাইটসের সেক্রেটারি বলে পরিচয় দিতেন এবং কেন্দ্রীয় সরকারের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিতেন। প্রথমে সাড়ে বারো হাজার টাকার বিনিময়ে হিউম্যান রাইটসের একটি কার্ড তৈরি করে দিতেন। প্রার্থীদের প্রতিশ্রুতি দেওয়া হত, সেই কার্ড নিয়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে পারবেন তাঁরা কোনো সমস্যা ছাড়াই। এরপরই কেন্দ্রীয় সরকারের চাকরির প্রলোভন দেওয়া হত এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা নেওয়া হত। গত পাঁচ বছর ধরে এই ভাবেই চলছিল প্রতারণা। কিন্তু গত আট মাস যাবৎ চাকরি প্রার্থীদের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখতেন না দেবমাল্য। বারবার টাকা ফেরত চাওয়ার জন্য তাঁর বাড়িতে আসেন চাকরি প্রার্থীরা।
যদিও দেবমাল্যের দেখা মিলতো না বলেই অভিযোগ প্রতারিতদের। বৃহস্পতিবারও প্রায় কুড়ি জন চাকরিপ্রার্থী তাঁর বাড়িতে যায় টাকা ফেরৎ নেওয়ার জন্য। যদিও দেখা মেলেনি দেবমাল্যর। অভিযুক্তের স্ত্রী শর্মিলা সেনগুপ্তর দাবি, তাঁর স্বামী এই ধরণের কোনও কাজ করেননি বরং তাঁরাও চাকরির জন্য জনৈক অভিক দত্ত নামে কোলকাতা হাইকোর্টের এক উকিলকে টাকা দিয়েছেন। তাঁর কাছেই সবার টাকা দেওয়া আছে। টাকা ফেরত বা চাকরি কোনওটাই না পেয়ে চাকরি প্রার্থীরা ডানকুনি থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।