বাংলার খবর
জয়েন্ট এন্ট্রান্সের জন্য বদল আনা হল উচ্চ মাধ্যমিকের রুটিনে, একনজরে দেখে নিন বদল হওয়া দিনগুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বদল হল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনক্ষণ। জয়েন্ট পরীক্ষার জন্য রুটিনে সামান্য বদল আনা হয়েছে বলে সোমবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, উচ্চ মাধ্যমিকের মোট চারটি পরীক্ষার সূচী বদল করা হয়েছে। বাকি পরীক্ষার দিনগুলি অপরিবর্তিত রাখা হয়েছে। গত সপ্তাহেই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার রুটিন বের হয়। রুটিন প্রকাশ হতেই দেখা যায় উচ্চ মাধ্যমিকের চারটি বিষয়ের সঙ্গে জয়েন্ট পরীক্ষার রুটিন মিলে যাচ্ছে। তারপরই উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে পরীক্ষার সূচী বদলের নোটিশ জারি করা হয়।
বদল হওয়া পরীক্ষার সূচীগুলি হল, ১৩,১৬, ১৮ এবং ২০ এপ্রিল। জানা গিয়েছে, ১৩ এপ্রিল দর্শন ও সমাজ বিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে ১৮ এপ্রিল। ১৬ তারিখ যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিলসেগুলি হল, রসায়ন, সাংবাদিকতা, আরবি, ফরাসি এবং সংস্কৃত। এই পরীক্ষাগুলি নেওয়া হবে ১৩ এপ্রিল।
আরও পড়ুন: মনের অদম্য জোর, চন্দ্রবোড়ার কামড় খেয়েও মাধ্যমিক পরীক্ষায় বসল গৌতম
এছাড়াও ১৮ এপ্রিল স্ট্যাটিক্স, ভূগোল, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা বদল করে নেওয়া হবে ২৫ এপ্রিল। আগামী ২০ এপ্রিল রাখা হয়েছিল অর্থনীতির পরীক্ষা যা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে।
আরও পড়ুন: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-রাজ্যপালের
অন্যদিকে, দুবছর পর সম্পূর্ন কোভিড বিধি মেনে সোমবার ৭ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হল ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। এবছরে রাজ্যে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৮৬৩ জন। ৭ মার্চ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। কোভিড বিধি মেনে সোমবার রাজ্যের মোট আট হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্যসরকার।