বাংলার খবর
মাথাচাড়া দিচ্ছে মাওবাদী আতঙ্ক, জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ১৫ দিনের জন্য হাই অ্যালার্ট জারি করা হল জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত সমস্ত থানা এলাকায়। আগামী ১৫ দিনের জন্য সমস্ত পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে গিয়েছিলেন তাঁদের শুক্রবারই নিজেদের থানায় রিপোর্টিং করতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে পুলিশের কাছে রিপোর্ট এসেছে যে কোনো বড়ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। আর তার জেরেই এই অ্যালার্ট নেস। গত ৮ ই এপ্রিল মাওবাদী দের ডাকা বনধ এ ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গল মহলে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। এই সতর্কবার্তার পর জঙ্গল মহলে তল্লাশি, নাকা শুরু করেছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তারা কিছু বলতে রাজি হয়নি।
গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে জানা গেছে মাওবাদীরা জঙ্গলমহলের এলাকা থানা পুলিশ ক্যাম্পে হামলা চালাতে পারে। তাই সতর্কতায় সাবে পরিস্থিতি মোকাবেলায় সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি থাকতে বলা হয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার পুলিশকর্মীদের। বাড়াতে বলা হয়েছে তল্লাশি। মাওবাদীদের গতিবিধির ওপর নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে। জানা গিয়েছে হাই অ্যালার্ট করা হয়েছে তিন জেলা প্রশাসনকে।
আরও পড়ুন: নববর্ষে জল-বাতাসা দিয়ে গাড়ি চালকদের মিষ্টিমুখ, সৌহার্দ্যের বার্তা ট্র্যাফিক পুলিশের
এদিকে সিউড়ি ১ নম্বর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত লালমোহনপুর গ্রামে পোলট্রি ফার্মের পাশে একটি ধান জমি থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ১২ টি তাজা বোমা উদ্ধার করে। বোম্ব স্কোয়াড এসে বোমাগুলিকে নিস্ক্রিয় করে।
অন্যদিকে টিভিতে ছবি খারাপ আসছে,কেবল অপারেটরকে জানালেও ছবি ঠিক হয়নি। এই অভিযোগে অপারেটরের অফিসে ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু গ্রামে। কেবল অফিসে ঢুকে সমস্ত জিনিস ভাঙচুর করে রাস্তায় ফেলে দেওয়া হয়।অফিসের দু লাখ টাকার মেশিন নষ্ট হয়েছে বলে দাবি। পোলবা থানায় অভিযোগ জানিয়েছেন কেবল অপারেটর শান্তনু দাস।
আরও পড়ুন:টেস্ট টিউব শিশু বিশেষজ্ঞ চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী প্রয়াত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর
শুক্রবার তার স্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে অফিসে ঢুকে ভাঙচুর চালায় ভোলা মাঝি। অফিসের ক্যাশবাক্স থেকে কুড়ি হাজার টাকা নিয়ে যায়। দু লাখ টাকার মেশিনপত্র ভাঙচুর করেছে। ভোলার টিভিতে ছবি খারাপ আসছিল, অপারেটরকে জানানোর পরেও তা ঠিক না হওয়াতে ভাঙচুর করে বলে জানান শান্তনুর স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ। অভিযুক্তের খোঁজ মেলেনি।