বাংলার খবর
মশা মারতে ড্রোন! অভিনব পদ্ধতি হুগলিতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফি বছর ডেঙ্গুর চিন্তা বাড়ায় শ্রীরামপুর পুরসভা। হুগলি জেলার যে কয়েকটি পুরসভা ডেঙ্গু প্রবণ তার মধ্যে শ্রীরামপুর অন্যতম। তাই বর্ষার আগে ডেঙ্গু মোকাবিলায় নামল পুরসভা ও জেলা প্রশাসন। যেসব জায়গায় গিয়ে ডেঙ্গু মশার লার্ভা মারার তেল স্প্রে করা সম্ভব নয়, এবার সেই সকল জায়গায় তেল স্প্রে করতে ড্রোনের সাহায্য নিচ্ছে পুরসভা।
শনিবার ২৭ ও ২৯ নম্বর ওয়ার্ড প্রভাস নগর এলাকায় ড্রোনের ব্যবহার করা হয়। পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, স্থানীয় দুই কাউন্সিলর, শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও অতিরিক্ত জেলা শাসক সন্দীপ ঘোষের উপস্থিতিতে ডেঙ্গী দমন অভিযান চালান হয়। অতিরিক্ত জেলা শাসক জানান, গতবছরই জেলা শাসক ঠিক করেছিলেন ডেঙ্গু দমনে ড্রোনের সাহায্য নেওয়া হবে। গতবার সেটা হয়নি। এবার পরীক্ষা মূলক ভাবে শনিবার থেকে শুরু করা হচ্ছে।
মূলত যেখানে অনেক জায়গা মশার লার্ভা জন্মাচ্ছে সেখানে ড্রোনের ব্যবহার করা হবে। এর ফলাফল দেখে আগামী দিনে অন্যান্য পুরসভা গুলোতেও ব্যবহার করা হবে। চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, শ্রীরামপুরে ডেঙ্গু মোলাবিলায় আগেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।আজ একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ড্রোনের ব্যবহার করা হচ্ছে মশা মারতে। এবার আর ডেঙ্গুর সঙ্গে কোনো আপোষ নয়।