বাংলার খবর
নির্বাচনী প্রচারে রাজ্যে NDA প্রার্থী দ্রৌপদী মুর্মু, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

বেঙ্গল একপ্রেস নিউজ: সিকিমের বিধায়ক, সাংসদ ও সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ভোটের আবেদন জানাতে শিলিগুড়িতে এসে পৌঁছলেন এন ডি এ’র রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মু । শিলিগুড়ি একটি বেসরকারি হোটেলে সিকিমের মুখ্যমন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার কলকাতায় আসবেন তিনি। রয়েছে একাধিক কর্মসূচী। যাবেন স্বামী বিবেকানন্দের বাড়িতে। সেখান থেকে বেরিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। তারপর যেতে পারেন বিধানসভাতেও।
এদিকে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দ্রৌপদী মুর্মু রয়েছেন। খুশির হাওয়া বাঁকুড়া আদিবাসী মহলে। ভারতবর্ষে এই প্রথম আদিবাসী সমাজ থেকে কেউ রাষ্ট্রপতি হচ্ছেন। ইতিমধ্যেই এনডিএ সরকার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দ্রৌপদী মুর্মুর নাম। তার এই নাম ঘোষণা হতেই খুশি বাঁকুড়া জেলার আদিবাসী সমাজের মানুষরা।
কিন্তু কে এই দ্রৌপদী মুর্মু? তাঁকে নিয়ে কেন এত চর্চা। দেখে নেওয়া যাক এক নজরে। ১৯৫৮ সালের ২০ জুন দ্রৌপদীর জন্ম হয় ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে। বাবার নাম নারায়ন টুডু। সাঁওতালি পরিবারে দ্রৌপদীর জন্ম হয়। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভাল ছিলেন দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন এখন তিনি।
আরও পড়ুন: Breaking News: NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি সুকান্ত-শুভেন্দুর
বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় তার। ওড়িশার কাউন্সিলর হয়ে প্রথম রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ওড়িশায় ভারতীয় জনতা পার্টির এবং বিজু জনতা দলের জোট সরকারের সময় দ্রৌপদী মুর্মু মন্ত্রী ছিলেন। বাণিজ্য ও পরিবহন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। পরে ঝড়খন্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন তিনি। দ্রৌপদী মুর্মু ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে রয়েছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির দৌড়ে দ্রৌপদী মুর্মু, খুশির হাওয়া আদিবাসী মহলে
এদিকে দেশের বিভিন্ন প্রান্তেই ভোটের জন্য আবেদন করছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী। সেই নিরিখে তিনি এবার বাংলাতেও আসছেন। এদিকে তৃণমূলও যাতে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করে সেকারনে চিঠি পাঠিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু পত্রপাঠ নাকচ করে দিয়েছে ঘাসফুল শিবির। তবে মঙ্গলবারের বৈঠকে কোন বিজেপি বিধায়করা থাকবেন তা নিয়েও চর্চা চলছে।