বাংলার খবর
ভোটের প্রচারে শহরে দ্রৌপদী মুর্মু, ঘুরে দেখলেন স্বামীজির জন্মভিটে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। রাইসিনা হিলের পরবর্তী উত্তরসূরী কে হবেন সেই দিকেই তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল। তারই মধ্যে সোমবার রাজ্যে ভোটের প্রচারে এসেছেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
সোমবারই রাজ্যে এসেছেন তিনি। মঙ্গলবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী কলকাতায় এসেই স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে ঘুরতে যান তিনি। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি কল্যাণ চৌবেও উপস্থিত ছিলেন সেখানে।
জানা গিয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মভিটে ঘুরে শহরের এক পাঁচতারা হোটেলে গিয়ে ওঠেন তিনি। সেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। কথা বলেন, বিজেপি নেতা, সাংসদ ও বিধায়কদের সঙ্গে। সূত্র মারফৎ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে সমর্থনের কথাও জানান তিনি।
আরও পড়ুন: জন্মদিনের আগেই প্রয়াত দেশের প্রবীণতম বাঘ রাজার
এদিকে এনডিএ-র তরফে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় খুশি আসানসোলের বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পল। তিনি বলেন, ”প্রধানমন্ত্রী সবসময় প্রান্তিক, বনবাসী মানুষের কথা ভেবেছেন, তাঁদের পাশে থেকেছেন। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন। সমস্ত মহিলার উচিত তাঁর পাশে থাকা”।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে রাজ্যে NDA প্রার্থী দ্রৌপদী মুর্মু, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তেই ভোটের জন্য আবেদন করছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী। সেই নিরিখে তিনি এবার বাংলাতেও আসছেন। এদিকে তৃণমূলও যাতে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করে সেকারনে চিঠি পাঠিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু পত্রপাঠ নাকচ করে দিয়েছে ঘাসফুল শিবির।