খেলা-ধূলা
ইদে সামিকে বিরিয়ানি খেতে মানা শাস্ত্রীর, সিরাজকে দু’বার খেতে বললেন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। আর ইদ উপলক্ষে ভারতীয় দলের দুই পেসার মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে দুই ক্রিকেটারের একজনকে বিরিয়ানি না খেতে এবং অন্যজনকে দু’বার বিরিয়ানি খাওয়ার পরামর্শ দিলেন শাস্ত্রীজি।
সোশ্যাল মিডিয়ায় দুই পেসারের ছবি পোস্ট করে শাস্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘আমার জোড়া সমস্যাকে ইদ মোবারক। মহম্মদ সামি আজ ম্যাচ আছে! বিরিয়ানি বাদ। এসপার নয় ওসপার। মহম্মদ সিরাজ, দুই দুবার খেয়ে নাও।’
আরও পড়ুন: সৌরভের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, জানালেন মুখ্যমন্ত্রী
আসল বিষয়টা হল, মঙ্গলবার আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গুজরাত লায়ন্সের। আর গুজরাত দলের অন্যতম সদস্য হলেন সামি। তাই তাঁকে বিরিয়ানি না খাওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।
Eid Mubarak to my Double Trouble! @MdShami11, aaj game hai ! Biryani baad. Aar ya paar. @mdsirajofficial tu do baar kha leh 💪🏻 🤗 pic.twitter.com/uvmLzKvATI
— Ravi Shastri (@RaviShastriOfc) May 3, 2022
অন্যদিকে, সিরাজ খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। আরসিবি’র পরের ম্যাচ বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তাই ইদের দিনে ম্যাচ না থাকায় সিরাজকে দু’বার বিরিয়ানি খাওয়ার পরামর্শ দিয়েছেন শাস্ত্রীজি। এই মুহূর্তে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। অপরদিকে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাত।
আরও পড়ুন: উমরানের প্রশংসায় প্রাক্তন অর্থমন্ত্রী! দ্রুত ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন পি চিদাম্বরম
মঙ্গলবার তাদের প্রতিপক্ষ পঞ্জাব। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। ইতিমধ্যেই প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে গুজরাত। মঙ্গলবার পঞ্জাবকে হারাতে পারলেই আরও খানিকটা এগিয়ে যাবে তারা। নিয়মিত উইকেটের মধ্যেই রয়েছেন সামি। পঞ্জাবকে ধরাশায়ী করতে এই ম্যাচেও সামিই বড় ভরসা হার্দিক পান্ডিয়ার।