বাংলার খবর
দিঘা মোহনায় মাছ ভর্তি ট্রলার ডুবল, উদ্ধার১২ মৎস্যজীবী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দিঘা মোহনায় মাছ ধরে ফেরার পথে ‘মা জগৎময়ী’ নামে একটি ট্রলার চড়ায় ধাক্কা লেগে ডুবে গেল। তবে, টলারে থাকা ১২ মৎস্যজীবীকে উদ্ধার করল অপর একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে আজ সকালে। নন্দীগ্রামের বকুল কুমার দাসের জগৎময়ী ট্রলারটি চার দিন আগে মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছিল।
প্রায় ৫ লক্ষ টাকার মাছ ধরে দিঘা মহানায় ফিরে আসার পথে চড়ায় ধাক্কা লেগে মোহনার কাছে ডুবে যায়। টলারে থাকা সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করে শংকরপুরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লঞ্চ মালিক থেকে শুরু করে দিঘা মোহানা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং মৎস্যজীবীরা। তাদের অভিযোগ, বারংবার সরকারপক্ষকে বলা সত্ত্বেও ড্রেজিং না হওয়ার জন্যই বারবার দুর্ঘটনা ঘটছে দিঘা মোহনায় কাছে। বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৎস্যজীবীরা। তাই দ্রুত ড্রেজিং করার জন্য দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা।