Uncategorized
ডরিনা ক্রসিংয়ে উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস! একাধিক আহত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার দুপুরে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে টায়ার ফেটে উল্টে গেল বরযাত্রী বোঝাই মিনিবাস। এই ঘটনায় তিন শিশু-সহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহত সকলকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, পাত্রীর বাড়ি হাওড়ায়।
সেখানেই বরযাত্রী যাওয়ার জন্য বাস ঠিক করেছিল পাত্রপক্ষ। বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি মিনিবাস ভাড়া করা হয়েছিল। পাত্রপক্ষ বরযাত্রী নিয়ে পাত্রীর বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথেই বাঁধে বিপত্তি। পার্ক সার্কাস থেকে হাওড়া যাওয়ার পথে ডরিনা ক্রসিংয়ের কাছে উল্টে যায় বড়যাত্রী বোঝাই বাসটি।
খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের লোকজন এবং যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। তারাই বাসটিকে সরানোর কাজ শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, বাসের টায়ার ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ড্রাইভারকে আটক করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।