বাংলার খবর
ভাঙছে দরজা-দেওয়াল, উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা মুর্শিদাবাদে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেহাল দশা উপস্বাস্থ্য কেন্দ্রের। মুর্শিদাবাদের ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত ধর্মডাঙ্গার বেওয়া উপস্বাস্থ্য কেন্দ্র। এই উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা এতটাই খারাপ যে ছাদের ঢালাই ভেঙে মোর্চাপড়া রড দেখা যাচ্ছে। দেওয়ালে ফাটল ও ভাঙ্গা দরজা। এই আতঙ্করে মধ্যে স্থানীয় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছে স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা।
ধর্মডাঙ্গা বেওয়া উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘ বহু বছর ধরে এই ভাবে বেহাল অবস্থায় পরে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র। মূলত এক প্রকারে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করতে হচ্ছে আশাকর্মীদের। অনেক বার প্রশাসনকে জানানো হলেও মেলে নি সুরাহা। বেশ কয়েক বার প্রশাসনের তরফ থেকে পরিদর্শন করে গেছে ঠিকই। দেওয়া হয়েছে আশ্বাসও, কিন্তু তারপরেও উপস্বাস্থ্য কেন্দ্রে মেরামতির কাজ শুরু হয়নি।
যতদিন যাচ্ছে ততই বিপদজনক হয়ে উঠছে স্বাস্থ্য কেন্দ্র। অবিলম্বে প্রশাসনের তরফ থেকে এই বেহাল উপস্বাস্থ্য কেন্দ্র সঠিক ভাবে মেরামতি করা হোক বলে দাবি জানিয়েছেন স্বাস্থ্য এর কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
এদিকে মুর্শিদাবাদের ফারাক্কার ধর্মডাঙা থেকে তিলডাঙা পর্যন্ত বিস্তৃত এই এলাকায় রাস্তার করুণ দশার চিত্র সামনে উঠে এসেছে। প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন অসংখ্য মানুষ। ফলে তাদের প্রতিনিয়ত কি পরিমাণ ঝুঁকির মুখোমুখি হতে হয়, তা এলাকাবাসীদের কথাতেই স্পষ্ট। এলাকার একাধিক বাসিন্দাদের অভিযোগ, বিগত বেশ কিছু সময় ধরে রাস্তার কোনো রকম মেরামাতি কার্য চালানো হয়নি। ফলে যতদিন অগ্রসর হতে থাকছে, ততই যেন ভগ্নদশা বেড়ে চলেছে। বর্ষার সময় সেই সংকট আরো বৃদ্ধি পায়।