বিনোদন
বলিউডে আবার করোনা আতঙ্ক! করিনা কাপুর, অমৃতা আরোরা পজেটিভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউডে আবার করোনা আতঙ্ক! করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী কারিনা কাপুর এবং অমৃতা অরোরা। দু’জনেরই করোনা রিপোর্ট পজেটিভ আসায় তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
কয়েকদিন আগেই দিদি কারিশমা কাপুর, মালাইকা অরোরার সঙ্গে পার্টিতে অংশ নিতে দেখা গিয়েছিল করিনা এবং অমৃতাকে। তার আগে সোনম কাপুর ,অভিনেত্রী নীনা গুপ্তার কন্যা তথা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার সঙ্গেও এক পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল করিনাদের।
কোভিড বিধি ভেঙেই পার্টি করেছেন তাঁরা। তাই আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। যদিও দু’জনের কেউই এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেয়নি। এদিকে বড়দিন উপলক্ষে প্রতি বছরই কাপুর পরিবারে বড় পার্টির আয়োজন করা হয়। করোনা রিপোর্ট পজেটিভ আসায় করিনা আর এবারের পারিবারিক এই পার্টিতে অংশ নিতে পারবেন না।