আতঙ্ক বাড়াচ্ছে করোনা, দু'মাস পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
Connect with us

দেশের খবর

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, দু’মাস পর দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারী কিছুটা নিয়ন্ত্রণে আসায় ঘুরে দাঁড়ানো শুরু করেছিল সারা বিশ্ব। কিন্তু সেই ঘুরে দাঁড়ানো হল না। ওমিক্রন হানায় আফ্রিকা থেকে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই সারা বিশ্বের পাশাপাশি ভারতেও উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন।

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে দেখা যাচ্ছে বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট। বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশে অনেকটাই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। বুধবার সেই সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫। প্রায় দু’মাস পর দেশে আবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এদিকে, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১। আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন। এরপরই রয়েছে মহারাষ্ট্র।

ওই রাজ্যে ২৫২ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ। গোটা ডিসেম্বর মাস ধরেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল হাজারের নিচে। বৃহস্পতিবার তা পৌঁছে গিয়েছে ৩ হাজার ৯০০ তে। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফকে ঠেকাতেই ইতিমধ্যেই মুম্বইয়ে জারি হয়েছে ১৪৪ ধারা। তবে তার থেকেও উদ্বেগজনক পরিস্থিতির দিল্লিতে। ডিসেম্বরের শুরুর দিকে দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা একশোর নিচেই ঘোরাফেরা করছিল। বৃহস্পতিবার সেই সংখ্যাটা পৌঁছেছে ৯২৩ জনে। কেরলেও আড়াই থেকে তিন হাজার মানুষ নতুন করে গত একদিনে আক্রান্ত হয়েছেন করোনায়। পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ ফের এক হাজার ছাড়িয়েছে। গুজরাতে তা বেড়ে হয়েছে ৫৪৮।

Advertisement

কর্নাটকে ৫৬৬, তামিলনাড়ুতে ৭৩৯ জন গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.১০ শতাংশ। আক্রান্তের সংখ্যা বাডতেই দেশে ফের বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৫ হাজার ৪০০ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৮২ হাজার ৪০২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৯৯ হাজার ২৫২টি। এখনও পর্যন্ত দেশে করোনার টেস্ট হয়েছে মোট ৬৭ কোটি ৬৪ লক্ষ ৪৫ হাজার ৩৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছে ৬৩ লক্ষ ৯১ হাজার ২৮২ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৪৩ কোটি ৮৩ লক্ষ ২২ হাজার ৭৪২ জনের।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.