লাইফ স্টাইল
লাগবে না এ সি ,এই উপায়ে ঘর থাকবে ঠান্ডা !

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :গরমকালে গরম পরবে সে টা স্বাভাবিক কিন্তু সেই গরম সহ্য করতে বেশ কষ্ট পেতে হয় আমাদের। গরমের সময় বৃষ্টি যত টুকু সময় হয় ততটুকুই আরাম,বৃষ্টি থামার কিছু পর থেকেই আবার গরম অনুভূত হয়। বর্তমান সময়ে আমরা অনেকেই এয়ার কন্ডিশনার এ অভ্যস্ত হলেও সারাক্ষণ এ সি বা এয়ার কন্ডিশনে থাকা যায় না। আর তাই এ সি ছাড়া কিভাবে ঘর ঠান্ডা রাখা যায় আসুন দেখে নি।
জানলায় ভারী ও মোটা পর্দা লাগান:
বাইরের গরম হাওয়াকে আটকাতে ঘরের জানলায় লাগাতে পারেন ভারী ও মোটা পর্দা। ভারী ও মোটা পর্দা বাইরের গরম হাওয়াকে ঘরের ভিতরে ঢোকা থেকে আটকায় এবং ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আবার অনেকেও মোটা বেড কভার ভিজিয়ে জানলায় দিয়ে থাকেন এতেও কিন্তু ঘর ঠান্ডা থাকে ভালোই।
মেঝে মুছতে পারেন:
ঘরের তাপমাত্রা কম রাখতে আপনি ঘরের মেঝে মুছতে পারেন। আর যতটা পারবেন ঘরে আসবাবপত্র কম রাখার চেষ্টা করবেন। ঘরে যত কম জিনিস থাকবে তত হওয়া চলাচল ভালোভাবে হবে এতে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে।
জানলা খুলে দিন সন্ধ্যায়:
দিনের আলো চলে গেলে,সন্ধ্যার সময় ঘরের জানলা খুলে দেওয়া দরকার। এতে ঘরে হাওয়া চলাচল সঠিক হয় এবং ঘরের তাপমাত্রাও ঠিক থাকে।
ঘরে গাছ রাখুন:
ঘরে গাছ রাখলে দেখতেও সুন্দর লাগে আর ঘরের তাপমাত্রা অনেকটাই কম অনুভূত হয়। তাই আপনারা ঘরে ‘এয়ার পিউরিফায়ার’ গাছ যেমন -স্নেক প্লান্ট ,লিলি ,স্পাইডার প্লান্ট রাখতে পারেন।।