লাইফ স্টাইল
হাতছারা করবেন না অবিশ্বাস্য এত কম দরে গোয়া ভ্রমণের প্যাকেজ দিচ্ছে IRCTC
কমবেশি সবারই স্বপ্ন থাকে একবার হলেও গোয়াতে (Goa Tour) ঘুরে আসার । কম খরচে আর এবার সেই স্বপ্নকেই সাকার দিতে চলেছে ইন্ডিয়ান রেল (Indian Railways) বা আইআরসিটিসি (IRCTC)।

ডিজিটাল ডেস্ক : কমবেশি সবারই স্বপ্ন থাকে একবার হলেও গোয়াতে (Goa Tour) ঘুরে আসার । আর এবার সেই স্বপ্নকেই সাকার দিতে চলেছে ইন্ডিয়ান রেল (Indian Railways) বা আইআরসিটিসি (IRCTC)। কম খরচে এবার ঘুরে আসতে পারবেন গোয়াতে। গোয়া (Goa Tour) যে কারণে বিখ্যাত তাহলো সমুদ্র সৈকত আর মানতেই হবে সুরা প্রেমীদের যেন স্বর্গরাজ্য। শীত পড়ছে আর যদি কোথাও ঘুরতে যাওয়ার জন্য ক্যালেন্ডার এর দাগ দিয়ে থাকেন তাহলে কম খরচে গোয়াতে যাওয়াকেই বেছে নিন। সমুদ্র সৈকত আর মনোরম পরিবেশ আপনাকে উপহার দেবে সুন্দর অনুভূতি।
আপনি যদি ভ্রমণের পোকা হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য চলুন দেখি কিভাবে এত কম খরচে গোয়া থেকে ঘুরে আসতে পারবেন।
গোয়াতে ঘুরতে যাওয়ার জন্য এবার ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ আইআরসিটিসি (IRCTC) প্রকাশ করেছে তাদের নয়া টুর প্যাকেজ যেখানে আপনার পরিবার ও আপনার কাছের বন্ধুকে নিয়ে অল্প খরচে ঘুরে আসতে পারবেন। এই ট্যুর প্যাকেজে থাকা খাওয়া সবই উপলব্ধ তাই বর্ষপূরণের সাথে সাথে এক চক্কর সমুদ্র সৈকতে কাটিয়ে আসুন।
আইআরসিটিসি তাদের ট্যুর প্যাকেজ আগামী 10 থেকে 13 ডিসেম্বর থেকে এই প্যাকেজ উপলব্ধ করবেন, যেখানে ৩ রাত্রি ও ৪ দিনের আয়োজন করা হয়েছে। এছাড়া আইআরসিটিসি তাদের আরো একটি প্ল্যানে বিমান উপলব্ধ করেছে যার মাধ্যমে যাত্রীদের ভ্রমণে সময় বাঁচবে এবং যাত্রীরা ভ্রমণের আনন্দ নিতে পারবেন।
কি কি সুবিধা দিতে চলেছে এই প্যাকেজের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক – এই টুর প্যাকেজে মধ্যে থাকছে একটি দিন তারা হোটেলে থাকার সুবিধা, হোটেলে দুবেলা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং পর্যটকদের জন্য লখনৌ থেকে গোয়া যাবার ফ্লাইট সুবিধা সাথে থাকছে এয়ারপোর্ট থেকে ট্যাক্সির সুবিধা।
এবার দেখে নেওয়া যাক এই প্যাকেজগুলিতে ঠিক কত টাকা খরচ পড়বে। আপনি যদি গোয়াতে একা যাবার প্ল্যান করেন, তাহলে আপনাকে গুনতে হবে ৩৪ হাজার ৩৮০ টাকা। তবে যদি দুজন মিলে একসাথে যান তাহলে খরচ লাগবে ২৮ হাজার ৫১০ টাকা এমনকি তিনজনের ক্ষেত্রে খরচ আরো কমবে যার জন্য গুনতে হবে মাত্র ২৮ হাজার ৪০ টাকা। সাথে যদি দুই সন্তান থাকে তাহলে গুনতে হবে ২৪ হাজার ৪৯০ টাকা মাত্র। সবথেকে যে বিষয়টির উপর আইআরসিটিসি বেশি নজর দিয়েছে তাহলে দীর্ঘদিন ফরনার লকডাউনে মানুষ ঘরবন্দি থেকে শহরের বাইরে কোথাও তেমন পর্যটন করেনি তাই এই প্যাকেজে ইএমআই (EMI) সুবিধা যুক্ত করেছে, ইএমআই (EMI) সুবিধা তে আপনি ধাপে ধাপে এই ট্যুর প্যাকেজের টাকা শোধ করতে পারবেন।
গোয়াতে বন জেসুস চার্চের ব্যাসিলিকা, মিরামার বিচ, ক্রুজ, বাগা বিচ, ক্যান্ডোলিম বিচ, সিনকুয়েরিম বিচ এবং স্নো পার্কে ভ্রমণ করতে পারেন। এছাড়া এই ট্যুর প্যাকেজে গোয়াতে রাত্রিকালীন পার্টি লাইফ উপভোগ করতে পারেন একদম বিনামূল্যে । এই প্যাকেজটি বুক করতে আপনি অনলাইনেও যেতে পারেন বা আপনার নিকটবর্তী কোন আইআরসিটিসি অফিস থেকেও টিকিটটি বুক করতে পারবেন।
আরোও পড়ুন – না জানলে মহাবিপদে পরবেন এক বড়সড়ো নিয়মের বদল এনেছে RBI