দেশের খবর
চোখ রাঙাচ্ছে করোনা! অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। ব্যাপক হারে বাড়ছে করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা। প্রত্যেক দিনই সমস্ত দেশে বৈদেশিক উড়ানের সংখ্যা কমছে। ফলে বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা।
তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট। মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ৪৪ শতাংশ বেড়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬ জন। এই মুহূর্তে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১। গতকাল সেই সংখ্যাটা ৬০০-র ঘরে ছিল। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দিল্লি। সেখানে ইতিমধ্যেই ২৩৮ জন আক্রান্ত হয়েছেন।
এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। ছাড়াও গুজরাতে (৭৩), কেরলে (৬৫), তেলঙ্গানায় (৬২), রাজস্থানে (৪৬), কর্নাটকে (৩৪), তামিলনাড়ুতে (৩৪) ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন। তার মধ্যে ১ জন সুস্থ হয়ে গিয়েছেন। যদিও দেশে মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে ২৪১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮০ হাজার ৫৯২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ০.৭৯ শতাংশ। সংক্রমণ বাড়ায় দেশে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৬৭ হাজার ৬১২টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৭ কোটি ৫২ লক্ষ ৪৬ হাজার ১৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৬৪ কোটি ৬১ লক্ষ ৩২১ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৩ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৪১ জনের।