বাংলার খবর
সদ্যজাতের দেহ খুবলে খেল কুকুর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সদ্যজাতের দেহ খুবলে খেল কুকুর! ওডিশার বালাসোরের এক সরকারি হাসপাতাল চত্বরে শিউড়ে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে। তদন্তের নির্দেশ দিয়েছেন বালাসোরের চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার ডাঃ দুলালসেন জগদেব।
জানা গিয়েছে, হাসপাতালের পিছনের গেটে সদ্যজাতের শরীরের বিভিন্ন অংশ খুবলে খাচ্ছিল একদল পথকুকুর। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি হাসপাতাল চত্বরে থাকা পুলিশকে জানান। দেহটি কেউ ফেলে দিয়ে গিয়েছেন, নাকি অন্য এলাকা থেকে এনে ফেলা হয়েছে, তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ।
চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার জানিয়েছেন, হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে ঘটনার কথা শুনেছেন। তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সমাজকর্মী নাজিয়া আফরিন জানিয়েছেন, মাঝে মধ্যেই সরকারি হাসপাতালে এই ধরণের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, শিশুকন্যার দেহ ফেলে দিয়ে যাচ্ছে পরিবার। আর সেই দেহ খুবলে খাচ্ছে কুকুর। কেন এই সমস্যার সমাধান করতে পারছে না প্রশাসন, সেই প্রশ্ন তুলেছেন নাজিয়া।