এবার রুপোলি পর্দায় রাম মন্দিরের ৫০০ বছরের ইতিহাস
Connect with us

বিনোদন

এবার রুপোলি পর্দায় রাম মন্দিরের ৫০০ বছরের ইতিহাস

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তথ্যচিত্রের মাধ্যমে রাম মন্দির আন্দোলনের সংগ্রাম এবার ফুটে উঠবে রুপোলি পর্দায়। এই ডকুমেন্টারি ফিল্মে ১৫২৮ সাল থেকে রাম মন্দির নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্ব তুলে ধরা হবে। রামমন্দির আন্দোলনের বিগত ৫০০ বছরের সংগ্রামকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়াই এই ছবির উদ্দেশ্য।

এই তথ্যচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্দিরের ভূমি পূজার দৃশ্যও দেখানো হবে। ছবিটি সম্পর্কে প্রতিটি খুঁটিনাটি সম্পর্কে তুলে ধরা হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নির্দেশনায় এই বিষয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হচ্ছে। এই তথ্যচিত্রের কাজও শুরু করেছে প্রসার ভারতী। রাম মন্দির সংগ্রাম এবং আন্দোলন থেকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর মন্দির নির্মাণ, প্রতিটি পর্ব এই তথ্যচিত্রে থ্রেড করা হবে। এভাবে রাম মন্দিরের জন্য সংগ্রাম ও আত্মত্যাগের গল্প ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

তথ্যচিত্রটি রাম মন্দির এবং তার নির্মাণের সংগ্রামের পুরো গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এতে ১৫২৮ সাল থেকে রাম মন্দির নির্মাণ পর্যন্ত পুরো ঘটনা বলা হবে এবং ব্যাখ্যা করা হবে। সম্প্রতি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, প্রসার ভারতী এই কাজ শুরু করেছে। এখন চেষ্টা থাকবে ছবিটি যেন ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়।

Advertisement