মার্কিন মহিলার চোখ থেকে ৩ জীবন্ত মাছি বের করলেন চিকিৎসকরা!
Connect with us

ভাইরাল খবর

মার্কিন মহিলার চোখ থেকে ৩ জীবন্ত মাছি বের করলেন চিকিৎসকরা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মাস দেড়েক ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন এক মার্কিন মহিলা। ওই অবস্থাতেই সম্প্রতি আমেরিকা থেকে ভারতে এসেছেন তিনি। এদেশে এসেই চোখের সমস্যা আরও বেড়ে যায়। বাধ্য হয়ে দিল্লির এক বেসরকারি হাসপাতালের চোখের ডাক্তারকে দেখান তিনি। চিকিৎসকরা জানান চোখে সংক্রমণ হয়েছে। প্রয়োজনে অস্ত্রোপচার করতে হবে।

সেই মতো অস্ত্রোপচার হয় মহিলার চোখে। অস্ত্রোপচারেই মহিলার চোখ থেকে তিনটি জীবন্ত মাছি বের হয়! শেষ পর্যন্ত ১৫ মিনিটের অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩২ বছরের ওই মহিলার চোখে ঢুকে পড়েছিল ২ সেন্টিমিটারের তিনটি জীবন্ত মাছি। ওই মাছিদের লার্ভা থেকেই চোখে সংক্রমণ হয় তাঁর। জানা গিয়েছে, মাস দু’য়েক আগে তিনি আমাজনের জঙ্গলে বেড়াতে যান।

জঙ্গলে ভ্রমণের সময়ই কোনওভাবে তিনটি মাছি ঢুকে পড়ে মহিলার চোখে।চিকিৎসকরা জানান, ক্রান্তীয় অঞ্চলে এই ধরণের ঘটনা ঘটলেও এটি সাধারণ চোখের অসুখ নয়। তাই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ছিল। তা করার পরই অস্ত্রোপচার হয়। তিনটি জীবন্ত মাছি বেরিয়েছে অস্ত্রোপচারের পর। যার মধ্যে একটি ছিল ডান চোখের উপরের পাতায়, অন্যটি চলে গিয়েছিল গলার পিছনে, আরেকটি পৌঁছে যায় ডান হাতে, কাঁধের ঠিক নিচের অংশে। বর্তমানে সুস্থ আছেন ওই মার্কিন মহিলা পর্যটক।

Advertisement
Continue Reading
Advertisement