দেশের খবর
ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিলেন দিল্লির চিকিৎসকরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন দিল্লির আবাসিক চিকিৎসকরা। শুক্রবার বেলা ১২টা থেকে ফের কাজে ফিরেছেন তাঁরা। দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার ও আবাসিক চিকিৎসকদের সংগঠন ফোরডা’র প্রতিনিধিদের বৈঠক হয়।
এরপরই বরফ গলে। সংগঠনের সভাপতি জানান, পুলিশ চিকিৎসকদের বিরুদ্ধে জারি হওয়া এফআইআরগুলি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে। প্রসঙ্গত, গতবছর ডিসেম্বরে নিট হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জন্য সেই পরীক্ষা পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে পরীক্ষা হয়। তারপরও কাউন্সেলিং হয়নি। এরই প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন দিল্লির একাধিক হাসপাতালের চিকিৎসকরা।
সেই সময়ই পুলিশ ও চিকিৎসকদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, প্রতিবাদ মিছিলের সময় পুলিশ অন্যায়ভাবে হামলা চালিয়েছে। এমনকি, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হয় বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল পুলিশ। পরে আন্দোলকারীদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। এবার আন্দোলন বন্ধ করার সিদ্ধান্ত নিলেন চিকিৎসকরা।