ভাইরাল খবর
পৃথিবীর পাঁচটি সবচেয়ে স্বচ্ছ জলাধারগুলি নাম জানা আছে ?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গোটা বিশ্ব জুড়ে বহু জলাধার আছে ,তাদের মধ্যে কোনোটা মিঠা জলের আবার কোনোটা নোনতা জলের। কিন্তু এই জলাধার গুলির অধিকাংশই অস্বচ্ছ। এই মিঠা ও নোনতা জলের জলাধারের মাত্র ৩ শতাংশ জল হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছ। এই স্বচ্ছ জলাধারগুলির সৌন্দর্য্য উপভোগ করার জন্য প্রতি বছর বহু পর্যটক ঘুরতে আসেন। আজকের এই প্রতিবেদন সেই সকল স্বচ্ছ জলাধারগুলিকে নিয়েই।
সিলফ্রা লেক,আইসল্যান্ড
ইউরোপের আইসল্যান্ডে আছে এমন একটি স্বচ্ছ জলের জলাধার। এই জলাধারটি কিন্তু বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। এই জলাধারের জল এতোটাই স্বচ্ছ যে প্রায় ১০০ মিটার উপর থেকেও পরিষ্কারভাবে লেকের নিচ পর্যন্ত্য নজরে আসে। এই লেকের অবস্থান নর্থ আমেরিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মাঝে এবং এটি থিংভ্যালির ন্যাশনাল পার্কের অধীন। এই লেকটির জল স্বচ্ছ হওয়ার বেশ কয়েকটি কারণ আছে। এই লেকটি তৈরী হয়েছে মূলত ভূমিকম্পের কারণে। ১৭৮৯ সালের এক ভয়াবহ ভূমিকম্পে এই ‘সিলফ্রা ফাটল’ এর উৎপত্তি হয় ।’সিলফ্রা’ শব্দটি মূলত ‘সিলভেরী ‘ শব্দ থেকে এসেছে। এখানকার জল ভু-গর্ভস্থ্য লাভার সংস্পর্শে আসে ও পুরোপুরি ফিল্টার হয় এবং স্রোতে ভেসে যায় আর তাই এই জলাধারের জল থাকে স্বচ্ছ। এই স্থানটি বিশ্বের বিখ্যাত দশটি ডিইভিংয়ের উপযোগী স্থানের মধ্যে অন্যতম। এই লেকের জলের তাপমাত্রা থাকে প্রায় ২ ডিগ্রী থেকে ৪ ডিগ্রী। এতটা ঠান্ডা হওয়া সত্ত্বেও এই জল কখনো বরফে পরিণত হয় না কেননা স্রোত সবসময় জলকে গতিশীল ও স্বচ্ছ রাখে।
ডাউকি নদী,ভারত
ভারত উপমহাদেশের সবথেকে স্বচ্ছ নদী হিসাবে পরিচিত। এই নদীটি বর্ষাকালে প্রাণ ফিরে পায়। এই নদীর একটি শাখা পিয়াইন নদ বাংলাদেশে প্রবেশ করেছে। এই পিয়াইন এর স্বচ্ছ জলধারাটি বাংলাদেশের জাফলংয়ে অবস্থিত।
ডাউকি নদীতে নৌকা চলাচলের দৃশ্য খুবই মনোরম। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে নৌকাগুলি মনে হয় শুন্যে ভাসছে। এই নদীর তলায় আছে নানা রঙের ও আকারের পাথর। এই সকল পাথরই নদীর জলকে স্বচ্ছ রাখে। এই নদীর জলের অন্যতম উৎস হলো ঝর্ণা ,যেটি এই নদীর পাশেই অবস্থিত। এই নদীর ওপর নির্মিত ডাউকি ব্রিজ এখানকার অন্যতম দর্শনীয় স্থান।
দা ব্লু আই ,আলবেনিয়া
তীব্র স্রোতসমৃদ্ধ এই লেকটি আলবেনিয়ায় অবস্থিত। দেশের বেশিরভাগ জলের চাহিদা এই লেকের জলই পূরণ করে। এই তীব্র স্রোত থেকে সেকেন্ডে ১৮ হাজার লিটার পানি বের হয়ে থাকে। এই লেকের জল গলিত সীসার ন্যায় স্বচ্ছ। মাটির নিচে থাকা পাথরের কারণেই এই লেকের জল এতো স্বচ্ছ। এই লেকের জল এতটাই স্বচ্ছ যে কাছ থেকে দেখলে নীল মনে হয়। আর সেই কারণেই এই লেকের নাম ব্লু আই। সর্বোচ্চ ৫০ মিটার গভীর পর্যন্ত পৌঁছতে পেরেছেন ডাইভাররা ,কিন্তু এই লেকের আসল গভীরতা এখনো জানা সম্ভব হয় নি। বসন্তকালে এই লেকের সৌন্দর্য্য উপভোগ করতে পর্যটকদের ভিড় উপচে পরে।
গিনি স্প্রিংস ,ফ্লোরিডা
পৃথিবীর স্বচ্ছ জলের জলাধারগুলির অন্যতম হলো ফ্লোরিডার এই গিনি স্প্রিংস জলাধারটি। এটি স্যান্টা ফে নদীর দক্ষিণপার্শ্বে অবস্থিত। এই লেকটির জলের গড় তাপমাত্রা ২২ .২২ ডিগ্রী সেলসিয়াস থাকে যা সাঁতার কাটা বা ডাইভিংয়ের জন্য আদর্শ বলা যায়। এই জলাধারের জলের স্বচ্ছতার কারণ হলো এক চুনাপাথর এবং দুই লেকের তলদেশীও স্রোত।
স্যান ব্লাস্ট ,পানামা
এই স্থানটি অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত। সেই দ্বীপগুলির সমুদ্র সৈকত অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। এখানকার মাঝ সমুদ্রের জল গাঢ় নীল। এখানকার জল যাতে দূষিত না হয় সেই কারণে জাহাজ চলাচল করা হয়েছে নিষিদ্ধ। তাই রক্ষা পেয়েছে এখানকার পরিবেশ ও বাস্তুতন্ত্র। এই স্থানের স্বচ্ছ নীলাভ জল সত্যি মনোমুগ্ধকর।