বিনোদন
ইব্রাহিম আলী খানের গার্লফ্রেন্ড কে জানেন? কেই সে নারী যে হতে চলেছে সাইফ আলী খানের পুত্রবধূ!?
কিন্তু তাদের মধ্যে কেউ শিকার না করায় সেই গুঞ্জন আবার থেমেও গিয়েছিল। কিন্তু সম্প্রতি এমন কিছু কাণ্ডকারখানা করে বসলো ইব্রাহিম যা দেখে দর্শকরা

বেঙ্গল এক্সপ্রেস: স্টার কিড ইব্রাহিম আলী যিনি হলেন সাইফ আলী খানের বড় ছেলে। কিছুদিন আগে ইব্রাহিম আলী এবং পালাক তিওয়ারী কে নিয়ে উঠেছিল প্রেমের গুঞ্জন কিন্তু তাদের মধ্যে কেউ শিকার না করায় সেই গুঞ্জন আবার থেমেও গিয়েছিল।
কিন্তু সম্প্রতি এমন কিছু কাণ্ডকারখানা করে বসলো ইব্রাহিম যা দেখে দর্শকরা একদম নিশ্চিন্ত হয়ে গিয়েছে যে তারা একে অপরের সাথে সম্পর্ক রয়েছেন। আসলে ঘটনাটা হয়েছে যে, ইব্রাহিম যে সিনেমা হলে সিনেমা দেখতে যায় ঠিক ওই একই সিনেমা হলে কিছুক্ষণ পর পালাক্তি বাড়িও আসে। যদিও তারা একই সঙ্গে আসেনি আবার একই সঙ্গে বেরও হয়নি কিন্তু এইখানে টুইস্ট হচ্ছে যে, পালাক তিওয়ারী সিনেমা হলে ঢুকবার আগে যে জ্যাকেটটি পড়েছিল ইব্রাহিম সিনেমা হল থেকে বেরোনোর সময় ওই একই জ্যাকেট হাতে ধরে রেখেছিল।
আরও পড়ুন-আপনার জানামতে, কত প্রকার গোলাপ হয়ে থাকে বলে আপনি মনে করেন?
এবং ফোনে পালাককে বলছিল যে, বাইরে চলে এসো এখানে মিডিয়ার লোকেরাও আছে। আর সবাই আমার মুখের সামনে আছে। এছাড়াও তারা একই জায়গায় একসাথে অনেকবারই দেখা গিয়েছে। সবকিছু মিলিয়ে দর্শকরা বুঝে গিয়েছেন যে তারা প্রেমে পড়েছেন একে অপরের।