বাংলার খবর
টলিউডেও জাঁকিয়ে বসছে করোনা! অভিনেত্রী পার্নো মিত্র পজেটিভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : টলিউডে ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা। বছরের প্রথম দিনেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। এবার করোনা আক্রান্ত হলেন টলিউডের আরেক অভিনেত্রী পার্নো মিত্র।
দ্বিতীয়বারের জন্য করোনায় আক্রান্ত হলেন তিনি। রবিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন টলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রামে পার্নো লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করে নিতে চাই। আমি আবার কোভিড পজেটিভ হয়েছি। আমার মৃদু উপসর্গ রয়েছে এবং নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি। গত তিন দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের নিভৃতবাসে যাওয়ার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি।
নিজের খেয়াল রাখুন। দয়া করে সকলে সাবধানে থাকুন এবং মাস্ক পরুন।’ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন পার্নো মিত্র। নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার পর গত বছরের এপ্রিল মাসে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৮ মাস কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই আবারও করোনায় আক্রান্ত হলেন টলিউডের এই অভিনেত্রী।