বাংলার খবর
লালবাজারেও চোখ রাঙাচ্ছে করোনা! এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৮৬ জন পজেটিভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের চিকিৎসক মহলের পাশাপাশি লালবাজারেও হানা দিয়েছে করোনা। পুলিশকর্মীদের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সোমবার কলকাতা পুলিশের ২২ জন কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল। এর মধ্যে ডিসি ট্রাফিক সাউথও রয়েছেন।
মঙ্গলবার আরও তিনজন ডেপুটি কমিশনারের শরীরে করোনার হদিশ মিলেছে। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের মোট ৮৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, অতিরিক্ত যুগ্ম কমিশনার এবং ৫ জন ডেপুটি কমিশনার পর্যায়ের আইপিএস অফিসার করোনায় আক্রান্ত। এখনও পর্যন্ত মোট সাতজন আইপিএস-এর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এই করোনা পরিস্থিতিতে প্রতিদিনই রাস্তায় নেমে কাজ করতে হচ্ছে পুলিশ কর্মীদের। আর সেখান থেকেই তাঁরা সংক্রমিত হচ্ছেন বলে মনে করা হচ্ছে।
রাজ্যের লাগামহীন করোনা সংক্রমণের জন্য ইতিমধ্যেই সোমবার থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কঠোর করোনা বিধি জারি করা হয়েছে। সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে থাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে শহরের ২৫টি এলাকা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। শহরে আবারও চালু করা হয়েছে তিনটি সেফ হোম। তার মধ্যে একটি হল, গীতাঞ্জলি স্টেডিয়াম। এরইমধ্যে কলকাতা পুলিশের একাধিক কর্তা ও কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ক্রমশ বাড়ছে।