গরমকালে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এড়িয়ে চলুন এই জায়গাগুলি...
Connect with us

লাইফ স্টাইল

গরমকালে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এড়িয়ে চলুন এই জায়গাগুলি…

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহান্তে হোক কিংবা লম্বা ছুটি। অবসর যাপনের জন্য বিনোদনের একমাত্র উপায় হিসেবে কাছে-দূরে বেড়াতে যেতে আমরা প্রায় সকলেই পছন্দ করি। ঘুরতে যাওয়া মানেই প্রাণ ভরে প্রকৃতির তাজা বাতাস গ্রহণ করা। শরীরের বিশ্রাম আর একঘেয়েমি জীবনের ঝামেলা অশান্তি থেকে মনকে পরিশ্রান্তি দেওয়ার নামই হল ‘ভ্রমণ’।

ভারতের মতো দেশে যেমন ভ্রমণের জায়গার অভাব নেই, তেমনই ভ্রমণপিপাসুদের সংখ্যাও নেহাত কম নেই। কথায় বলে কেউ যদি সারা ভারত ঘুরতে পারেন তাহলে তাঁর সারা পৃথিবীর ৭৪ শতাংশ জায়গা দেখা হয়ে যাবে। তবে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়ার জন্য সঠিক সময় কোনটি, কোন মরশুমে কোথায় ঘুরতে গেলে মনোরম আবহাওয়া পাওয়া যাবে সেসব সাতপাঁচ না ভেবে অনেকেই ঘর থেকে বেরিয়ে পড়েন। আর তারপর ঘুরতে গিয়ে পড়েন বিপদে।

এবার থেকে ঘুরতে গেলে আপনাকে যাতে আর এইরকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য রইল বেশকিছু টিপস। গরমে এড়িয়ে চলুন ভারতের এই সব জায়গা। গরমের ছুটিতে দেশের এইসব প্রান্তে ঘুরতে যেতে চাইলে তার আগে সেখানকার আবহাওয়া সম্পর্কে বিশদে জেনে নিন। গরমে ভ্রমণসূচি থেকে যে-যে জায়গার নাম বাদ দেবেন রইল তার তালিকা। একবার চোখ বুলিয়ে তারপর বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিন।

Advertisement

আরও পড়ুন:  হার্ট অ্যাটাকের ওষুধ বিয়ে!

1. Goa-পূর্ব ভারতের আরব সাগরের তীরে অবস্থিত এই শহরের নাম আমরা সবাই জানি। প্রিয়জনের সঙ্গে নির্জন সৈকতে একান্তে সময় কাটাতে কাপলদের কাছে বেস্ট ডেস্টিনেশন হল গোয়া। নীল সমুদ্রের জলরাশির হাতছানি মেখে এখানে ঘুরতে যেতে কে-না পছন্দ করেন। তবে গরমকালে গোয়া ভ্রমণপিপাসুদের কাছে একদমই পছন্দের জায়গা নয়। কারণ, এই সময় গোয়া ঘুরতে গেলে অত্যাধিক তাপমাত্রার কারণে হিট ওয়েভ বইতে থাকে। গরমকালে দিন হোক কিংবা রাত পর্যটকদের কাছে গোয়া একেবারে না পসন্দ জায়গা। তবে গরমকাল বাদে বছরের অন্যসময় গোয়া একদম পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে সমুদ্রপ্রেমীদের কাছে।

2. Agra-আগ্রার নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া বেশ দুষ্কর। সম্রাট শাহজাহান এবং তাঁর স্ত্রী মমতাজ বেগমের জ জন্য দিল্লির আগ্রার নাম সর্বজনবিদিত। কারণ, এখানেই রয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ট স্মৃতিসৌধ তাজমহল। সাদা মার্বেল পাথরে মোড়া মমতাজের এই সমাধিক্ষেত্র দেখতে সারা পৃথিবী থেকে বহু পর্যটক প্রতিদিনই এখানে ঘুরতে আসেন। তবে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেভাবে আবহাওয়ার পরিবতর্ন হচ্ছে তাতে গরমকালে দিল্লি ভ্রমণ ভীষন চাপের ব্যাপার। যেকোনও মরশুমে তাজমহলকে দেখতে খুব সুন্দর লাগলেও এই সময় দিল্লির তাপমাত্রা থাকে ৩৮ ডিগ্রির উপরে। অত্যাধিক এই গরম সহ্য করতে না পারলে গ্রীষ্মকালে দিল্লি বেড়াতে না যাওয়াই ভালো।

Advertisement

3.Jaisalmer- রাজস্থানের জয়সলমীরকে ‘সোনালি শহর’ নামেই সবাই চেনে। কারণ, মরুভূমির জন্য এখানকার বালিতে সূর্যের কিরণ পড়লে তা দেখতে সোনালি বর্ণের মতন লাগে। যা দেশ-বিদেশের পর্যটকদের ভীষণ আকৃষ্ট করে থাকে। তবে গরমকালে এখানকার তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রির উপরে। অত্যাধিক এই গরম সহ্য করতে না পারলে গ্রীষ্মকালে রাজস্থান বেড়াতে না যাওয়াই ভালো।

4.Chennai- গোয়ার সমুদ্র সৈকতের পরই সমুদ্রপ্রেমীদের কাছে চেন্নাই হল দ্বিতীয় পছন্দের জায়গা। আপনি যদি গ্রীষ্ম পছন্দ না করেন তবুও আপনি চেন্নাই দেখতে চান, তাহলে এই মরশুমে একটি বিলাসবহুল হোটেলে থাকা আপনার জন্য উপকারী হতে পারে। তাহলে ঘুরতে যেতে পারেন চেন্নাই।

আরও পড়ুন: স্বামীকে মারধর! সমীক্ষায় উঠে আসল বিস্ময়কর তথ্য

Advertisement

5.Amritsar- পাঞ্জাবের অমৃতসরে রয়েছে পৃথিবী বিখ্যাত স্বর্ন মন্দির। যা সারা বিশ্বের পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। এছাড়াও এখানকার খাবার, পোষাক পরিচ্ছদ সবকিছুই আকৃষ্ট করে পর্যটকদের। তবে এখানেও প্রচুর গরম। অমৃতসর ঘুরতে যাওয়ার জন্য শীতকালই সবথেকে ভালো।

আরও পড়ুন:  উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, বাড়ির ছোট্টো সদস্যকে সুস্থ রাখার উপায় জানাল WHO

6.Khajuraho- খাজুরাহো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই স্থানটি প্রাচীন এবং মধ্যযুগীয় মন্দিরের জন্য বিশ্ব বিখ্যাত। শিল্পী মানুষজনের কাছেও এই জায়গাটি খুব পছন্দের। তবে ভারতের অন্যান্য রাজ্যের মতো গরমকালে এখানকার অবস্থাও শোচনীয়। কারণ, গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা থাকে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.