খেলা-ধূলা
২১তম গ্রান্ডস্ল্যাম জেতা হল না, অস্ট্রেলিয়া ছাড়লেন জকোভিচ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২১তম গ্র্যান্ডস্ল্যাম জিতে রড লেভার এরিনায় নায়ক হওয়া হল না নোভাক জকোভিচের। উল্টে কাঁটার মুকুট মাথায় ট্র্যাজিক নায়ক হয়েই বিদায় নিতে হল সার্বিয়ান তারকাকে। সেটাও টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে।
রবিবার ভিসা-ইস্যুতে অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে হেরে গেলেন জকোভিচ। আর সেই হারে একটা বিষয় পরিষ্কার, এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু থেকেই জোকারহীন।রবিবার দীর্ঘ শুনানির পর ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি জেমস অলসপ জানিয়ে দেন, সর্বসম্মতভাবে তাঁরা জকোভিচের ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন খারিজ করছেন। ফলে বহাল থাকছে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রকের নির্দেশ। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আসা জকোভিচকে শুধু দেশ থেকে বিতাড়িত করাই নয়, আগামী তিনবছরের জন্য নির্বাসিত করতে চলেছে অস্ট্রেলিয়া। ফলে ভবিষ্যতে রড লেভার এরিনায় ৩৪ বছরের জকোভিচকে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখার সম্ভাবনা ক্ষীণ।
রবিবার রাতেই সপার্ষদ অস্ট্রেলিয়া ছেড়ে দেশের পথে রওনা হলেন জোকার। আদালতের রায়ে দৃশ্যতই হতাশ জকোভিচ। এমনকি কোর্টের রায়ের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জের সুযোগ থাকলেও তা করলেন না জকো এবং তাঁর আইনজীবী। পরে সোশ্যাল মিডিয়ায় জকোভিচ বলেন, ‘আমার ভিসা বাতিলের বিষয়ে অভিবাসনমন্ত্রীর সিদ্ধান্তের বিচারবিভাগীয় পর্যালোচনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমার সেই আবেদন কোর্ট খারিজ করে দেওয়ায় আমি হতাশ। তবে আদালতের রায়কে সম্মান করি এবং দেশ (অস্ট্রেলিয়া) ছাড়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করব।’ সঙ্গে যোগ করেছেন, ‘ধকল সামলে উঠতে একটু বিশ্রামের দরকার। তারপরেই এই বিষয়ে বিস্তারিত বলতে পারব।’