আন্তর্জাতিক
আবিষ্কার হল ক্যান্সারের ওষুধ! আশার আলো দেখছেন বিজ্ঞানীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘ক্যান্সার’, এই শব্দটি শুনলেই মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। এই আধুনিক মেডিক্যাল সাইন্সের যুগেও হাজার গবেষণা করেও এই মারণ রোগকে পরাস্ত করার কোনও উপায় খুঁজে বের করতে পারেননি গবেষকরা। এই রোগে আক্রান্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যু অনিবার্য। সেই কারণেই ক্যান্সারের অপর নাম মারণ রোগ।
অবশেষে স্বস্তি। এবার বাঁচবে বহু মানুষ। আবিষ্কার হল ক্যান্সারের টিকা। এতদিন ক্যান্সার নিরাময়ের জন্য নির্দিষ্ট কোনও ওষুধ বা টিকা ছিল না। ভরসা ছিল একমাত্র কেমোথেরাপি। যদিও প্রাথমিক পর্যায়গুলোয় এই রোগ ধরা পড়লে তবেই কাজ দিত কেমোথেরাপি। তাতেও সম্পূর্ণ সেরে ওঠার নিশ্চয়তা ছিল না। কিন্তু এই টিকা ক্যান্সার আক্রান্ত রোগীকে শেষ অবস্থা থেকেও ফিরিয়ে আনতে পারে বলেই দাবি করেছেন গবেষকরা। এই টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পরে দেখা গিয়েছে, সমস্ত রোগীর শরীর থেকে নির্মূল হয়ে গিয়েছে ক্যানসার। যা দেখে উত্তাল গোটা বিশ্বের চিকিৎসক মহল।
ক্যান্সারের এই টিকা আবিষ্কার করেছেন কিউবার এক দল বিজ্ঞানী। ইতিমধ্যেই এই টিকার মাধ্যমে প্রায় ৪ হাজার ক্যান্সার রোগী পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন বলে সম্প্রতি দাবি করা হয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ওই সংবাদ মাধ্যমে আরও দাবি করা হয়েছে, প্রথমে ১৮ জন মলদ্বারের ক্যানসারে আক্রান্ত রোগীর শরীরে ‘ডসটারলিম্যাব’ নামের একটি ওষুধ প্রয়োগ করা হয়েছিল। প্রায় ৬ মাস ধরে ওষুধটি তাঁদের শরীরে প্রয়োগ করা হয়। এরপরই দেখা গিয়েছে, তাঁদের শরীর থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ক্যানসারের কোষ। এমনকী, ওই রোগীদের উপরে সেই ওষুধ প্রয়োগ করার ফলে কোনও জটিলতা বা পার্শ্ব প্রতিক্রিয়াও হয়নি।
এই আবিষ্কারের জন্য কিউবার বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছে সাইন্টিফিক কমিউনিটি। ওই বিজ্ঞানীরা দাবি করেছেন, এই টিকায় দ্রুত সেরে উঠবে ইউটেরাস ব্রেস্ট ও প্রোস্টেট ক্যান্সার।